NewTown Knife attack: ছুটি না পেয়ে ছুরির কোপ! দিনেদুপুরে নিউটাউনের রাস্তায় হাড়হিম ঘটনা...
যদিও ওই ব্যক্তির দাবি, অসুস্থ বৃদ্ধা মায়ের মেডিক্যাল বিল আটকে দিয়েছে ডিপার্টমেন্টের কয়েকজন।
![NewTown Knife attack: ছুটি না পেয়ে ছুরির কোপ! দিনেদুপুরে নিউটাউনের রাস্তায় হাড়হিম ঘটনা... NewTown Knife attack: ছুটি না পেয়ে ছুরির কোপ! দিনেদুপুরে নিউটাউনের রাস্তায় হাড়হিম ঘটনা...](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2025/02/06/519704-kolkataknife.png)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ছুটি না পেয়ে ছুরির কোপ! পুলিস ও সহকর্মীদের ছুরির কোপ এক সরকারি কর্মীর। বৃহস্পতিবার এই ঘটনায় চাঞ্চল্য ছড়াল নিউটাউনে। জানা গিয়েছে, ওই ব্যক্তির নাম অমিত কুমার সরকার। নিউটাউনের কারিগরি ভবনের একজন কর্মী তিনি।
সূত্রের খবর, ৩-৪ মাস আগে নবান্ন থেকে তাঁর পোস্টিং হয়েছে কারিগরি ভবনে। কিন্তু কারিগরি ভবনে পোস্টিংয়ের পর থেকে ঠিকঠাক অফিসে আসতেন না তিনি। ছুটি চেয়ে না পেলে অনুপস্থিত থাকতেন অফিসে। এর পাশাপাশি তিনি বেতনও পাচ্ছিলেন না বলে জানা গিয়েছে। বার বার ছুটি চেয়েও না পাওয়ায় সেই রাগের বহিঃপ্রকাশ হয় আজ। আজ অফিসে এসেই চিৎকার গালিগালাজ করতে থাকেন।
ভবনের অন্য স্টাফরা বাধা দিলে, তখন ব্যাগ থেকে ছুরি বের করেন। এরপর পাশের ঘর থেকে এক আধিকারিক এসে কথা বলতে গেলে, এলোপাথাড়ি ছুরি চালাতে শুরু করেন তিনি। কারিগরি ভবনের কর্মী ও নিরাপত্তারক্ষী কর্মীদের ছুরি দিয়ে আঘাত করেন। মোট ৪ জন আহত হন তাঁর ছুরির ঘায়ে। তারপর ছুরি হাতেই নিউটাউনের রাস্তা দিয়ে হাঁটতে থাকেন। নিজেই বলতে থাকেন, “একদম এগোবেন না…চালিয়ে দেব।”
জানা গিয়েছে, ওই ব্যক্তির মানসিক সমস্যা আছে। যদিও ওই ব্যক্তির দাবি, বাড়িতে বৃদ্ধা মা অসুস্থ। তাঁর চিকিৎসা চলছে। কিন্তু সেই সংক্রান্ত বিল আটকে রাখা হয়েছে। ছুটি নিয়ে বিবাদের জেরেই তাঁর ফাইল আটকে রাখা হয়েছে। তাঁর কথায়, "মেডিক্যাল বিল আটকে দিয়েছে ওরা! ডিপার্টমেন্টের কয়েকজন ওই মেডিক্যাল বিল আটকে রেখেছে।" এমনকি তিন মাস তিনি যাতে কোনও রকম বেতন না পান, সেই সমস্ত ব্যবস্থাও নাকি করা হয়েছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)