অন্তঃসত্ত্বা মুসলিম তরুণীকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে জ্যান্ত জ্বালিয়ে দিল পরিবার
এবার কর্নাটকে অনার কিলিং । দলিত ছেলেকে বিয়ের মাসুল। অন্তঃসত্ত্বা মুসলিম তরুণীকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে জ্যান্ত জ্বালিয়ে দিল পরিবার ।
Updated By: Jun 6, 2017, 08:39 PM IST
ওয়েব ডেস্ক: এবার কর্নাটকে অনার কিলিং । দলিত ছেলেকে বিয়ের মাসুল। অন্তঃসত্ত্বা মুসলিম তরুণীকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে জ্যান্ত জ্বালিয়ে দিল পরিবার ।
বিজাপুরের গুন্দানাকালার বাসিন্দা একুশ বছরের বানু বেগম, গ্রামেরই চব্বিশ বছরের যুবক শরণাপ্পা কোন্নুরকে বিয়ে করেন। পরিবার রাজি না থাকায় ঘর বাঁধতে গোয়া পালান তাঁরা। গত শনিবার, অন্তঃসত্ত্বা অবস্থায় স্বামীকে নিয়ে বাড়ি ফিরে আসেন বানু। তখনই শুরু হয় মারধর। বানুর স্বামী শরণাপ্পা আহত অবস্থায় পালিয়ে গিয়ে থানায় খবর দেন। পুলিস আসার আগেই বানুকে পুড়িয়ে মারে তাঁর পরিবার। বানুর মা-সহ চার জনকে গ্রেফতার করেছে পুলিস।