রাম পুজো করায় ফতোয়ার মুখে মুসলিম মহিলারা

Updated By: Oct 21, 2017, 05:21 PM IST
রাম পুজো করায় ফতোয়ার মুখে মুসলিম মহিলারা

নিজস্ব প্রতিবেদন: আবারও ফতোয়া দিল দারুল উলুম দেওবন্দ। দীপাবলি উপলক্ষে বারাণসীতে 'ভগবান রাম'কে আরতি করেছিলেন মুসলিম মহিলারা। তাই এমন 'ইসলামবিরোধী কাজ' করায় তাঁদের বিরুদ্ধে ফতোয়া জারি করল মুসলিম সংগঠনটি। 

দারুল উলুমের দাবি, আল্লাহ্ ছাড়া অন্য কারও কাছে প্রার্থনা করা যাবে না। কেউ যদি তা করে তাহলে তিনি মুসলিম নন। দীপাবলি উপলক্ষে বারাণসীতে রাম পুজো করেছিলেন মুসলিম মহিলারা এবং ছবির সামনে আরতিও করেন। সে কারণেই এমন ফতোয়া।

দুদিন আগেই মুসলিমদের সোশ্যাল মিডিয়া ও হোয়াটস অ্যাপে ছবি পোস্টে নিষেধাজ্ঞা জারি করে ফতোয়া দিয়েছিল সংগঠনটি। দারুল উলুম দেওবন্দের শাহনওয়াজ কাদরি জানিয়েছেন, সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করা ইসলামবিরোধী। চলতি মাসের প্রথম দিকেই মুসলিম মহিলাদের ভ্রু প্লাক ও চুল কাটা ইসলামবিরোধী ঘোষণা করে ফতোয়া দিয়েছিল দারুল ইফতা।

আরও পড়ুন, টুইটারে রাহুলের জনপ্রিয়তা আদতে কারসাজি, বিতর্ক রিপোর্টে

.