East Medinipur: প্রেমের প্রস্তাবে 'না', কিশোরীকে বিষ খাইয়ে খুন যুবকের!
East Medinipur: প্রেম করার জন্য একাধিকবার প্রস্তাব। রাজি না হওয়ায় ভয়ংকর কাণ্ড ঘটাল যুবক। নাবালিকার পানীয়ের সঙ্গে বিষ মিশিয়ে খুনের অভিযোগ।
কিরণ মান্না: প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় দশম শ্রেণীর কিশোরীকে পানীয়ের সঙ্গে বিষ মিশিয়ে খাইয়ে খুনের অভিযোগ যুবকের বিরুদ্ধে। শুধু তাই নয়, মৃত ছাত্রীর আরেক বান্ধবী ওই একই পানীয় খেয়ে গুরুতর অসুস্থ অবস্থায় তমলুক মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন। চন্ডিপুরে এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে। পুলিস অভিযোগ পেয়ে অভিযুক্ত যুবক আকাশ সামন্তকে তল্লাশি চালিয়ে গ্রেফতার করেছে।
পুলিস সূত্রে জানা গিয়েছে, মৃত কিশোরী চন্ডিপুরের একটি হাই স্কুলের পড়ুয়া। অভিযুক্ত যুবক আকাশ সামন্ত রাজমিস্ত্রির সহকারী শ্রমিক। বেশ কিছুদিন আগে কিশোরীর পাশের বাড়িতে কাজে গিয়েছিল যুবক। প্রেম করবার উদ্দেশ্য নিয়ে ভালো ব্যবহার করতে থাকে এবং নানা রকম প্রলোভন দেখায় যুবক। সেখানে বারে বারে প্রেমের প্রস্তাব দেয়।
গত ১৮ জানুয়ারি সরস্বতী পুজোর আমন্ত্রণ জানাতে কিশোরী ও তাঁর বান্ধবী মিলে পাশের স্কুলে গিয়েছিল। সেই সময় পথ আগলে ফের প্রেমে প্রস্তাব দেয় অভিযুক্ত যুবক। এরপর ওই যুবক নানা প্রলোভনে ঠান্ডা পানীয় খাওয়ায় বলে অভিযোগ। এরপর বাড়ি ফিরে দুই কিশোরী অসুস্থ হয়ে পড়ে। পরিবারের লোকজন স্থানীয় গ্রামীণ হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে দুজনকেই তমলুক জেলা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করে চিকিৎসকেরা। ওখানেই দুজনকে ভর্তি করা হয়।
এরপর রবিবার কিশোরীর মৃত্যু হয়। এখনো চিকিৎসা চলছে আর এক বন্ধুর। মৃত কিশোরীর বাবা যুবকের বিরুদ্ধে খুনের অভিযোগ করে চন্ডিপুর থানায়। অভিযোগের মূলে গতকাল যুবককে গ্রেফতার করে পুলিস।
উল্লেখ্য, অন্যদিকে ভাগ্নি মোবাইলে কথা বলায় চ্যালা কাঠ দিয়ে মেরে ভাগ্নিকে চিরঘুমে পাঠালো মামা। মামার এই 'তালিবানি' শাসনে চাঞ্চল্য উত্তর দিনাজপুরে। মামার মারে গুরুতর জখম অবস্থায় রায়গঞ্জ মেডিক্যালে চিকিৎসাধীন ছিল ওই নাবালিকা। চিকিৎসাধী অবস্থাতেই ওই নাবালিকার মৃত্যু হল রায়গঞ্জ মেডিক্যালে। এই ঘটনায় হাসপাতাল চত্ত্বরেই পুলিসের হাতে আটক অভিযুক্ত মামা।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)