Gujarat: রেগে বর উঠিয়ে নিয়ে চলে যাচ্ছিল বরপক্ষ! তখনই কনে নেমে পড়লেন আসরে, তিনি যা করলেন...

Surat: বিয়ের মাঝে এ কী কাণ্ড! বিয়ের শেষ হওয়ার কিছুক্ষণ আগেই বরযাত্রীরা খাবার নিয়ে তুলকালাম করে। তাদের অভিযোগ যে, বিয়েবাড়িতে খাবার কম। তারপর যা হল...

Updated By: Feb 4, 2025, 08:01 PM IST
Gujarat: রেগে বর উঠিয়ে নিয়ে চলে যাচ্ছিল বরপক্ষ! তখনই কনে নেমে পড়লেন আসরে, তিনি যা করলেন...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিয়েবাড়িতে খাবার কম। কনের বাড়ির উপর রেগে গিয়ে বিয়ে ভেঙে দিতে চাইল বরের পরিবার। কিন্তু কনে সহজে ছাড়ার পাত্রী নন। বিয়ে ভাঙার কথা উঠতেই তিনি সোজা দ্বারস্থ হন পুলিসের। বরের পরিবারের সিদ্ধান্ত তোয়াক্কা না করে থানাতেই সারেন বিয়ে। ঘটনাটি ঘটে, গুজরাতের সুরাটের ভারাছা এলাকায়।

ডেপুটি কমিশনার অফ পুলিস (ডিসিপি) অলোক কুমার জানিয়েছেন, রাহুল প্রমোদ মাহাতো এবং অঞ্জলি কুমারী - দুজনেই বিহারের বাসিন্দা। গত রবিবার বসেছিল তাদের বিয়ের আসর। সমস্ত রীতিনীতি মেনে ভালোই চলছিল বিয়ের পর্ব। বিয়ের শেষ হওয়ার কিছুক্ষণ আগেই বরযাত্রীরা খাবার নিয়ে তুলকালাম করে। তাদের অভিযোগ যে, বিয়েবাড়িতে খাবার কম। তাই তারা হঠাৎ করে অনুষ্ঠান বন্ধ করে দেয়। 

আরও পড়ুন:Jalpaiguri: স্ত্রী এবং একরত্তি মেয়েকে কুপিয়ে নৃশংস খুন! অভিযুক্তকে ফাঁসি...

ডিসিপি আরও জানিয়েছেন যে, বেশিরভাগ আচার-অনুষ্ঠান সম্পন্ন হয়ে গিয়েছিল। শুধুমাত্র মালা বিনিময় বাকি ছিল। এরই মধ্যেই খাবার কম পড়া নিয়ে দুই পরিবারের মধ্যে ঝগড়া বাঁধে। যার পর বরের পক্ষ বিয়ে দিতে অস্বীকার করে। বরের পরিবারের আচরণে বিরক্ত হয়ে কনে এবং তার পরিবার সাহায্যের জন্য পুলিসের দ্বারস্থ হন। বর বিয়ে করতে রাজি হলেও তাঁর পরিবার রাজি হচ্ছিল না বলেই অভিযোগ জানান খোদ কনে।

পুলিস জানিয়েছে, কনের পরিবারের সঙ্গে বিষয়টি সমাধানের জন্য বর এবং তার পরিবারকে থানায় ডেকে পাঠানো হয়েছিল। ডিসিপি বলেন, 'বিষয়টি সমাধানে আমরা সাহায্য করার পর বরের পরিবার বিয়ে দিতে রাজি হয়। কিন্তু কনে আশঙ্কা প্রকাশ করে জানায় যে বাড়ি ফিরে গেলে আবারও ঝগড়া হতে পারে। তাই পুলিস থানাতেই তাদের বিয়ে সম্পন্ন করে।'

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.