কয়লা কেলেঙ্কারিতে নাম জড়াল ডিএমকে সাংসদের

কয়লা কেলেঙ্কারিতে এবার নাম জড়াল কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের প্রতি মন্ত্রী তথা ডিএমকে সাংসদ এস. জগৎরক্ষাকানের। অভিযোগ উঠেছে, ওই মন্ত্রীর পরিবার ২০০৭-এ কয়লা ব্লক প্রাপ্ত ওড়িশার একটি সংস্থার সঙ্গে জড়িত।

Updated By: Sep 7, 2012, 11:25 AM IST

কয়লা কেলেঙ্কারিতে এবার নাম জড়াল কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের প্রতি মন্ত্রী তথা ডিএমকে সাংসদ এস. জগৎরক্ষাকানের। অভিযোগ উঠেছে, ওই মন্ত্রীর পরিবার ২০০৭-এ কয়লা ব্লক প্রাপ্ত ওড়িশার একটি সংস্থার সঙ্গে জড়িত।
২০০৭ এর ১৭ জানুয়ারি সংস্থাটি পুডুচেরি ইন্ডাস্ট্রিয়াল প্রোমোশন ডেভেলপমেন্ট এন্ড ইনভেসমেন্ট কর্পোরেশন নামের একটি পাবলিক সেক্টর সংস্থার সঙ্গে গাঁটছড়া বাঁধে। তাও আবার কয়লা ব্লক বণ্টনের ঠিক পাঁচ দিন আগে। ভোটের আগে নির্বাচন কমিশনের কাছে জগৎরক্ষাকান সম্পত্তির হিসেবে তাঁর জে আর পাওয়ার জেনারেল প্রাইভেট লিমিটেডের শেয়ার থাকার কথাও উল্লেখ করেছিলেন।
২৫ জুলাই, ২০০৭-এ সংবাদপত্র গুলিতে লেখালিখি হয়, ওড়িশার নৈনির একটি কয়লা ব্লক অভিযুক্ত মন্ত্রীর কোম্পানি ও গুজরাট মিনারেল ডেভেলপমেন্ট কর্পোরেশনকে মঞ্জুর করা হয়। মউ চুক্তি অনুযায়ী জে আর পাওয়ারও ওই কয়লা ব্লকের লাভের শরিক হয়।
২০১০-এ জে আর পাওয়ার বেআইনি ভাবে তার ৫১ শতাংশ শেয়ার হয়দারাবাদের কেএসকে এনার্জি ভেনচারকে বিক্রি করে দেয়।

.