"আজই ২২,৫০০ ATM-এর প্রযুক্তিগত পরিবর্তন ঘটানো হবে"

পুরনো ৫০০ ও ১০০০ টাকা নোট বাতিলের জেরে নোট ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে মানুষকে। নতুন ৫০০ ও ২০০০ টাকা নোট এলেও ATM-গুলিতে এখনও সেভাবে তার দেখা নেই। ATM-এ ভরসা সেই ১০০ টাকার নোটই। ব্যাঙ্ক বা ATM, সর্বত্রই টাকা তোলার জন্য পড়ছে লম্বা লাইন।

Updated By: Nov 17, 2016, 07:12 PM IST
"আজই ২২,৫০০ ATM-এর প্রযুক্তিগত পরিবর্তন ঘটানো হবে"

ওয়েব ডেস্ক : পুরনো ৫০০ ও ১০০০ টাকা নোট বাতিলের জেরে নোট ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে মানুষকে। নতুন ৫০০ ও ২০০০ টাকা নোট এলেও ATM-গুলিতে এখনও সেভাবে তার দেখা নেই। ATM-এ ভরসা সেই ১০০ টাকার নোটই। ব্যাঙ্ক বা ATM, সর্বত্রই টাকা তোলার জন্য পড়ছে লম্বা লাইন। তবে কালোটাকা, জালনোটের কারবার রোখার উদ্দেশ্যে সব কষ্টই হাসিমুখে সয়ে নিচ্ছে মানুষ। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আজ কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি জানালেন,"আজই ২২,৫০০টি ATM-এর প্রযুক্তিগত পরিবর্তন ঘটানো হবে। এই মুহূর্তে দেশে প্রায় ২ লাখ ATM রয়েছে।"

গত সপ্তাহে অরুণ জেটলি জানিয়েছিলেন, "সারা দেশে সব ATM-এর প্রযুক্তিগত পরিবর্তন ঘটাতে ২-৩ সপ্তাহ লাগবে। এটা একটা ধীর প্রক্রিয়া।" একটি ইংরেজি দৈনিকে প্রকাশিত খবর অনুযায়ী জানা গিয়েছিল যে, নোট বাতিল ঘোষণার পর থেকেই প্রায় প্রতিদিন ১২,৫০০টি করে ATM-এর প্রযুক্তিগত পরিবর্তন ঘটানো হচ্ছে। কিন্তু ইতিমধ্যেই ব্যাঙ্কগুলির কাছে একটি সমস্যা বিষম হয়ে দেখা দিয়েছে।

সেটি হল, টাকা তোলার পরিমাণের ঊর্ধ্বসীমা বেঁধে দেওয়ায় প্রচুর পরিমাণে উইথড্রয়াল স্লিপ জমা হচ্ছে ব্যাঙ্কগুলিতে। এই সমস্যা কাটাতেই ATM-গুলির পরিবর্তন দ্রুত ঘটানোর জন্য অরুণ জেটলির আজকের এই লক্ষ্যমাত্রা বলে মনে করা হচ্ছে।  যাতে ATM থেকেই মানুষ ১০০ টাকার পাশাপাশি ৫০০ ও ২০০০ টাকার নোট তুলতে পারে। সেইসঙ্গে ব্যাঙ্ক থেকে কতবার টাকা তোলা যাবে, তাও নির্দিষ্ট করে দেওয়া যায়। লাইনে দাঁড়ানোর ভোগান্তিও কমে। আরও পড়ুন, "এখনই বাজারে ফিরছে না ১০০০ টাকার নোট"

.