Ulto Rath Yatra: অবশেষে ৯ দিনের মাথায় বাড়ি ফিরছেন জগন্নাথ
প্রতি বছরই তিনটি রথে চেপে জগন্নাথ বলরাম সুভদ্রা গুণ্ডিচা বাড়ি যান, আর নির্ধারিত দিনে ফিরে আসেন। এ এক মহোৎসব। পুরীতে রথ-উৎসবের মহিমা একেবারেই আলাদা।
![Ulto Rath Yatra: অবশেষে ৯ দিনের মাথায় বাড়ি ফিরছেন জগন্নাথ Ulto Rath Yatra: অবশেষে ৯ দিনের মাথায় বাড়ি ফিরছেন জগন্নাথ](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2022/07/09/381846-ultorath.jpg)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: জগন্নাথের রথযাত্রা এক হিসেবে শেষ হতে চলেছে আজ, শনিবার। আজই গুণ্ডিচাবাড়ি থেকে জগন্নাথ বাড়ি ফিরছেন।
সাধারণত রথযাত্রার ৮ দিন পরে ৯ দিনের মাথায় জগন্নাথ ফিরে আসেন। এই যাত্রাকে বহুদা যাত্রা বলা হয়। এরপর আছে অধরপানা এবং নীলাদ্রি বিজে। অধরপানায়ে জগন্নাথকে বিশেষ পানীয় পান করানো হয়। সেটাকে ঘিরে উৎসব। এর পরদিন নীলাদ্রি বিজে। এক হিসেবে এই দিনেই রথযাত্রা শেষ হয়।
জগন্নাথদেবের রথের নাম নন্দীঘোষ। প্রতি বছরই তিনটি রথে চেপে জগন্নাথ বলরাম সুভদ্রা গুণ্ডিচা বাড়ি যান, আর নির্ধারিত দিনে ফিরে আসেন। এ এক মহোৎসব। পুরীতে এই রথ-উৎসবের মহিমা একেবারেই আলাদা। বাংলায় মাহেশের রথযাত্রা, মহিষাদলের রথযাত্রা বিশেষ উল্লেখযোগ্য।
এ বছর রথ নিয়ে বিশেষ উন্মাদনা। কেননা, গত দু'বছর কোভিডের জন্য রথযাত্রার অনুষ্ঠান সেভাবে অনুষ্ঠিত হতে পারেনি।
আরও পড়ুন: Rath Yatra 2022: জগন্নাথের রথযাত্রা বিষয়ে এই বিশেষ তথ্যগুলি জানেন?