করোনা থেকে বাঁচার বার্তা লেখা মাস্ক আনল সুরুচি সংঘ
অতিমারির জন্য মহালয়াতেও যেন কেমন একটা থমথমে ভাব।
![করোনা থেকে বাঁচার বার্তা লেখা মাস্ক আনল সুরুচি সংঘ করোনা থেকে বাঁচার বার্তা লেখা মাস্ক আনল সুরুচি সংঘ](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2020/09/17/275546-mask.jpg)
নিজস্ব প্রতিবেদন- বাঙালির শ্রেষ্ঠ উত্সব। কিন্তু এবার করোনার জন্য উত্সবের আমেজ কিছুটা ম্লান। করোনার উত্পাতে এবার পুজো ঘটা করে হবে না। অসম, ওড়িশার প্রশাসন ইতিমধ্যে দুর্গা পুজো কমিটির কর্তাদের সঙ্গে আলোচনার পর গাইডলাইন প্রকাশ করেছে। অন্য বছর আজকের দিনে বাংলার ছবিও থাকে অন্যরকম। তবে এবার অতিমারির জন্য মহালয়াতেও যেন কেমন একটা থমথমে ভাব। কলকাতা ও শহরতলির একের পর এক বড় পুজো কমিটিগুলি জানিয়েছে, এবার তারা আর জাঁকজমকপূর্ণ পুজো করবে না। বেশ কিছু পুজো কমিটি জানিয়েছে, এবার তারা পুজোর আয়োজনের খরচ কমিয়ে সেই টাকা অনুদান হিসাবে কোভিড ওয়ারিয়রদের সহায়তার জন্য দেবেন।
আরও পড়ুন- একুশের নির্বাচনে অশুভ শক্তির নাশ হবে, মহালয়ায় রাজ্যবাসীকে দৃঢ় বার্তা শাসকদলের
সুরুচি সংঘ সবসময় পুজোয় চমক দেয়। মহালয়ার দিন দেখা গেল সুরুচির নতুন মাস্ক। "স্বাস্থ্য বিধি ও দুরত্ব বজায় রাখতে হবে" লেখা সেই মাস্কে। সুরুচির সব সদস্যরা আজ থেকে এই মাস্ক পরবেন। পুজোর আগে যাতে দুরত্ব বজায় রেখে আনন্দ করা যায় তার campaign করবেন তাঁরা। সুরুচির ভিড় সবসময় চিন্তার বিষয় হয়ে দাঁড়ায় প্রশাসন ও পুজো কমিটির কর্তাদের কাছে। তাই একমাস আগে থেকেই করোনা আবহাওয়ায় এই প্রচার। মন্ত্রী অরূপ বিশ্বাস জানান, করোনা এবার চ্যালেঞ্জ। তাই এই মাস্ক-এ লেখা বার্তার মাধ্যমে মানুষকে স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যাপারে সচেতন করা হবে। তিনি বললেন, "শারীরিক দূরত্ব বজায় রেখে মানুষ যাতে আনন্দে মেতে উঠতে পারেন তার সব ব্যবস্থা আমরা করব। আরো নতুন নতুন মাস্ক আসবে।"