বেড়েই চলেছে বাজারদর
একদিকে জ্বালানির দাম বৃদ্ধি। অন্যদিকে ক্রমশ উর্ধমূখী বাজারদর। দুইয়ের যাঁতাকলে নাভিশ্বাস উঠছে মধ্যবিত্তের। ক্রমশঃ বাজার করতে গিয়ে চাহিদা-যোগানের ঘাত-প্রতিঘাতে অসহায় হয়ে পড়ছে আমজনতা। বারো মাসে এগারোবার বেড়েছে জ্বালানীর দাম।
একদিকে জ্বালানির দাম বৃদ্ধি। অন্যদিকে ক্রমশ উর্ধমূখী বাজারদর। দুইয়ের যাঁতাকলে নাভিশ্বাস উঠছে মধ্যবিত্তের। ক্রমশঃ বাজার করতে গিয়ে চাহিদা-যোগানের ঘাত-প্রতিঘাতে অসহায় হয়ে পড়ছে আমজনতা। বারো মাসে এগারোবার বেড়েছে জ্বালানীর দাম। দাম বাড়ার গতি অব্যাহত থাকবে বলে কার্যত জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী। এরইমধ্যে রাজ্যবাসীকে উদ্বেগে রেখে খাদ্যপন্যের মূদ্রাস্ফিতী গত সপ্তাহে বারো ছাড়িয়েছে। বাজারে গিয়ে মধ্যবিত্তের নাভিশ্বাস ওঠার ট্রাডিশন তাই অব্যাহত। শুধুমাত্র শীতের সবজির দামই গত সপ্তাহের তুনায় তিরিশ শতাংশ বেড়েছে। একনজরে শহরের বাজারে শনিবার শাকসবজির দর...
পেপে ১৬ টাকা কেজি
বেগুন ৩০ টাকা কেজি
পটল ৩০ টাকা কেজি
কাচালঙ্কা ৬০ টাকা কেজি
উচ্ছে ৬০ টাকা কেজি
ফুলকপি ছোট ২৫ টাকা পিস
টমেটো ৪০ টাকা কেজি
বাঁধাকপি ২৫ টাকা কেজি
সীম ৫০ টাকা কেজি
বিনস ৪০ টাকা কেজি
ক্যাপসিকাম ৪০ টাকা কেজি
গাজর ৪০ টাকা কেজি
কড়াইশুঁটি ১০০ টাকা কেজি
ঢ্যাঁড়শ ৩৫ টাকা কেজি
বিক্রেতারা শুধু জ্বালানীর দাম নয়, দোহাই দিচ্ছেন সারের দামবৃদ্ধিরও।