BCCI Rules | IND v ENG: অনেক হয়েছে, আর রেয়াত নয়, বোর্ডের নির্দেশেই সূর্যদের কলকাতায় জোড়া ফতোয়া!
BCCI Rules: নিষেধাজ্ঞার কড়া বেড়াজালে ক্রিকেটারদের বাঁধল টিম ইন্ডিয়া! অনেক হয়েছে, আর ছাড় নয়, কলকাতা থেকেই শুরু নতুন নিয়ম!
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বর্ডার-গাভাসকর ট্রফিতে (BGT 2024-25) ভারতের চরম ভরাডুবি হয়েছে। ১০ বছর পর এই ট্রফি হাতছাড়া হয়েছে। মুম্বইয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের সদর দফতরে, এক বিশেষ বৈঠকে হারের ময়নাতদন্ত হয়েছে। সেখানেই দলের দিশা ঠিক করতে আগামীর রূপরেখা তৈরি হয়েছে। বিসিসিআই প্রেসিডেন্ট রজার বিনির নেতৃত্বে সেই বৈঠকে ছিলেন বিসিসিআই সহ-সভাপতি রাজীব শুক্লা, নবনিযুক্ত বিসিসিআই সচিব দেবজিত্ সইকিয়া, ডাকা হয়েছিল দলের হেড কোচ গৌতম গম্ভীর ও অধিনায়ক রোহিত শর্মাকেও। রিভিউ সেশনে বিসিসিআই নিষেধাজ্ঞার বেড়াজালে মুড়ে ফেলেছে ক্রিকেটারদের। যৈা লাগু হয়ে গেল কলকাতায়!
বর্ডার-গাভাসকর ট্রফির পর ফের ভারতের আন্তর্জাতিক অ্যাসাইনমেন্টে। ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের ৫টি টি-২০ ও ৩টি ওয়ান ডে ম্যাচ এবার। ২২ জানুয়ারি কলকাতার ইডেন গার্ডেন্সে সিরিজের শুভারম্ভ। সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন টি-২০ স্কোয়াড ক্রিকেটের নন্দনকাননে অনুশীলন শুরু করেছে। বিসিসিআইয়ের কঠোর নির্দেশিকা মেনেই ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টির আগে খেলোয়াড়দের ব্যক্তিগত ভ্রমণের উপর বিধিনিষেধ আরোপ করেছে। সিরিজ চলাকালীন ব্যক্তিগত শ্যুটিংয়েও জারি হয়েছে ফতোয়া।
আরও পড়ুন: আর থাকা যাবে না স্ত্রী-বান্ধবীর সঙ্গে! কড়া ফতোয়া জারি ভারতীয় ক্রিকেট বোর্ডের...
সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় মিডিয়াকে এই প্রসঙ্গে বলেছেন, 'খেলোয়াড়দের জন্য লাগু বিসিসিআই-এর দেওয়া ১০-দফা নির্দেশিকা মেনেই সিএবি খেলোয়াড়দের জন্য ব্যক্তিগত কোনও পরিবহণের ব্যবস্থা করেনি। ভারতীয় দলের জন্য শুধুমাত্র একটি টিম বাসই বরাদ্দ। ক্রিকেটারদের কোনও ব্যক্তিগত যান থাকছে না। আমাদের নির্দেশিকা অনুসরণ করতে হবে। বিসিসিআই স্পষ্ট ভাবে বলে দিয়েছে, সমস্ত খেলোয়াড়কে দলের সঙ্গেই ম্যাচে এবং অনুশীলনে যাওয়া-আসা করতে হবে।'
পরিবারের সঙ্গে কাটানো সময়ে কাঁচি চালাতে চলেছে বিসিসিআই। একগুচ্ছ নতুন নিয়মই লাগু করছে বিসিসিআই! এমনটাই রিপোর্ট। যদি কোনও টুর্নামেন্ট ৪৫ দিন বা তার বেশি সময় ধরে চলে, তাহলে ক্রিকেটারের পরিবার তাঁর সঙ্গে ১৪ দিনের জন্য থাকতে পারবে। সফরের সময় কম হলে ক্রিকেটারদের সঙ্গে পরিবারের সঙ্গে কাটানোর সময়ও ৭ দিন কমবে। কোনও ক্রিকেটারের স্ত্রী পুরো টুর্নামেন্টে থাকতে পারবেই না। পরিবারকে শুধু ২ সপ্তাহ থাকার অনুমোদন দেবে বিসিসিআই।
আরও পড়ুন: ইডেনেই দেশের জার্সিতে শামি, ইংরেজদের বিরুদ্ধে আগুনে স্কোয়াড, বাদ একাধিক সুপারস্টার!
সকল খেলোয়াড়কে টিম বাসেই ভ্রমণ করতে হবে। ভারতের হেড কোচ গৌতম গম্ভীরের ক্ষেত্রেও আসছে ফতোয়া। তিনি তাঁর ব্যক্তিগত ম্যানেজারকে ভিআইপি বক্সে বসাতে পারবেন না। তাঁকে টিম বাসে উঠতে দেওয়া হবে না। তাঁকে টিম হোটেলে নয়, আলাদা হোটেলেই থাকতে হবে। যদি ক্রিকেটারদের লাগেজ ১৫০ কেজির বেশি হয়, তাহলে বিসিসিআই সেই অতিরিক্ত পয়সা দেবে না। তা ক্রিকেটারকেই দিতে হবে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)