দৌরাত্ম্য ঠেকাতে বাড়তি দায়িত্ব অটো ইউনিয়নের উপর

অটোর দৌরাত্ম্য রুখতে প্রয়োজনে কঠোর সিদ্ধান্ত নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন পরিবহণ মন্ত্রী। তবে শুক্রবার মহাকরণে অটো ইউনিয়গুলির সঙ্গে বৈঠকে সুর অনেকটাই নরম করেন তিনি। যাত্রী সংখ্যা থেকে শুরু করে চালকের পরিচয়পত্রের মতো সরকারি নির্দেশগুলি কার্যকর করার ভার ইউনিয়নগুলির ওপরই ছেড়ে দিয়েছেন মন্ত্রী।

Updated By: Aug 31, 2012, 08:13 PM IST

অটোর দৌরাত্ম্য রুখতে প্রয়োজনে কঠোর সিদ্ধান্ত নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন পরিবহণ মন্ত্রী। তবে শুক্রবার মহাকরণে অটো ইউনিয়গুলির সঙ্গে বৈঠকে সুর অনেকটাই নরম করেন তিনি। যাত্রী সংখ্যা থেকে শুরু করে চালকের পরিচয়পত্রের মতো সরকারি নির্দেশগুলি কার্যকর করার ভার ইউনিয়নগুলির ওপরই ছেড়ে দিয়েছেন মন্ত্রী।
কোথাও কোথাও অনৈতিক ভাবে ভাড়া বাড়ানোর যে অভিযোগ উঠছে তা খতিয়ে দেখার দায়িত্বও ইউনিয়নগুলিকে দিয়েছেন পরিবহণ মন্ত্রী। রাজ্যে পালাবদলের পর অধিকাংশ অটো ইউনিয়নই এখন তৃণমূল কংগ্রেসের দখলে। সেকারণেই পরিবহণ মন্ত্রী সুর অনেকটাই নরম করলেন বলে মনে করছে ওয়াকিবহাল মহল। অন্যদিকে, শুক্রবার থেকেই ট্যাক্সিতে শুরু হল বিজ্ঞাপণ ব্যবস্থা। বেঙ্গল ট্যাক্সি অ্যাসোসিয়েশনের অনুষ্ঠানে এই ব্যবস্থার সূচনা করেন পরিবহণমন্ত্রী।
নতুন ব্যবস্থায় প্রতি ট্যাক্সিতে মাসে ১২০০ টাকার বিজ্ঞাপণ দেওয়া যাবে। তার হাজার টাকা পাবেন ট্যাক্সি মালিক। দুশো টাকা চালকের হাতে যাবে।

.