Sonu Nigam: 'কেন এই মনে', ফের বাংলা গানে গলা মেলালেন সোনু নিগম
Sonu Nigam: ভালোবাসার মরশুমে সোনু নিগমের কন্ঠে প্রকাশ পেল নতুন বাংলা প্রেমের গান। তাঁর নিজের মিউজিক লেবেল আই বিলিভ মিউজিক থেকে মুক্তি পেয়েছে সম্প্রতি...
![Sonu Nigam: 'কেন এই মনে', ফের বাংলা গানে গলা মেলালেন সোনু নিগম Sonu Nigam: 'কেন এই মনে', ফের বাংলা গানে গলা মেলালেন সোনু নিগম](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2025/02/18/522251-sonu-nigam.png)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সোনু নিগমের কন্ঠে গান শুনতে প্রায় সকলেই ভালোবাসেন। এই ভালোবাসার মরশুমে সোনু নিগমের কন্ঠে প্রকাশ পেল নতুন বাংলা প্রেমের গান। 'কেন এই মনে' শীর্ষক গানে সুর সংযোজন করেছেন বিশিষ্ট কন্ঠশিল্পী ও সুরকার দেবজিৎ দত্ত এবং এই গানটি লিখেছেন রাজীব দত্ত। শুভম-সৌরভের সংগীত আয়োজনে, সোনু নিগম। তাঁর নিজের মিউজিক লেবেল আই বিলিভ মিউজিক থেকে মুক্তি পেয়েছে সম্প্রতি।
এই গানের সুরকার দেবজিৎ দত্তের মৌলিক বাংলা গানে সোনু নিগমকে নিয়ে আসার ইচ্ছা ছিল। এই বছর প্রেম দিবসের প্রাক্কালে তাই সোনু নিগমের একটি স্বাধীন বাংলা মৌলিক গান প্রকাশ পেল। মুম্বাইয়ের যশ রাজ ফিল্ম স্টুডিওতে এই গানটি রেকর্ড করা হয়েছিল।
দেবজিৎ দত্ত ২০০৯ এর সারেগামাপা ন্যাশনাল -এর টপ ফাইভ হন। তাঁর সুরে এর আগে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী, হর্শিত সাক্সেনা, পদ্মশ্রী সুরেশ ওয়াদেকর প্রমুখ। দেবজিতের নিজের গাওয়া গান গুলোর মধ্যে আছে কুকে কোয়েলিয়া ( ছবি- লাইফ পার্টনার ), বানভাসি মন ( ছবি- ঊনিশ কুড়ির গল্প ), আধুনিক মৌলিক গানের মধ্যে জিন্দেগী, রিংটোনে বিসমিল্লাহ উল্লেখযোগ্য।
আরও পড়ুন: Shakira: গুরুতর অসুস্থ শাকিরা! তড়িঘড়ি ছুটলেন হাসপাতালে, হঠাত্ কী হল?
দেবজিৎ দত্ত বলেন, 'গানটা শোনা মাত্রই সোনুজির ভালো লেগে যায়। একদিন সময় করে আমাদের ( গীতিকার রাজীব দত্ত ) সহ মুম্বাইতে ডেকে পাঠান। ঠিক হয় সোনুজির নিজের মিউজিক লেবেল থেকে প্রকাশ করবেন। অবশেষে তাই হল।'
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)