Rukmini Maitra | Ashutosh Gowariker: রুক্মিণীতে মুগ্ধ, 'লগান' -এর পরিচালক...

Rukmini Maitra | Ashutosh Gowariker: চমকের পর চমক, 'বিনোদিনী' ছবি দেখে কী প্রতিক্রিয়া জানালেন আশুতোষ গোয়াড়িকরের? মুম্বইয়ে আশুতোষ গোয়াড়িকরের সঙ্গে দেখা করতে গেলেন রুক্মিণী।

Updated By: Jan 17, 2025, 03:44 PM IST
Rukmini Maitra | Ashutosh Gowariker: রুক্মিণীতে মুগ্ধ, 'লগান' -এর পরিচালক...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চমকের পর চমক আসতে থাকছে 'বিনোদিনী' ছবি মুক্তির আগেই, মুম্বইয়ে আশুতোষ গোয়াড়িকরের সঙ্গে দেখা করতে গেলেন রুক্মিণী। তা নিয়েই এখন জোর চর্চা সংবাদমহলে। জোরদার প্রচার চলছে এই ছবি ঘিরে। তার মধ্যেই হঠাৎ ডেকে পাঠালেন রুক্মিণী মৈত্রকে, আশুতোষ গোয়াড়িকর তাঁর মুম্বই -এর অফিসে। 

আরও পড়ুন: Kareena Kapoor Khan: 'আমাদের একটু একলা থেকে সামলাতে দিন, মনগড়া গল্প বানাবেন না...'

রুক্মিণী মৈত্র তুলে ধরলেন পরিচালকের সঙ্গে সাক্ষাতের অভিজ্ঞতা। তিনি এও জানালেন এই মুহূর্তটা জীবনের একটি 'স্বপ্নপূরণ' -এর ধাপ। তিনি বলেন, 'যখন আশুতোষ গোয়াড়িকরের নিজে থেকে আমায় ডেকেছিলেন ওনার মুম্বই -এর অফিসে 'বিনোদিনী' -র প্রথম কাট দেখার পর, সত্যিই এই দিনটা ছিল আমার জন্য অত্যন্ত বড় একটা দিন। সকল অভিনেতাদের মতো আমার কাছেও এটা ছিল একটা স্বপ্নপূরণ।'

আরও পড়ুন: Saif Ali Khan: CCTV ফুটেজে দেখা গিয়েছে সইফের আক্রমণকারীকে! জানতে পেরেই ছক কষেছিল, কিন্তু...

রুক্মিণী আশুতোষ গোয়াড়িকরের সঙ্গে মুম্বইয়ের অফিসে ছবি সোশ্যাল মিডিয়ায় ছেড়ে ভাগ করে লিখলেন তাঁর অভিজ্ঞতার কথা। তিনি জানালেন অত্যন্ত মুগ্ধ হয়ে গেছেন মুম্বই -এর অফিসে গিয়ে। এখনও তিনি সেই স্বপ্নের মধ্যেই আছেন বলে জানিয়েছেন তাঁর পোস্টে। আশুতোষ গোয়াড়িকর, সম্বন্ধে বলার সময় তিনি জানান তাঁর অফিস, মানুষটি নিজে সত্যিই অনেক ভদ্র। আমরা ওঁনার সঙ্গে কথা বলে মুগ্ধ হয়ে গেলাম। অভিনয় সম্বন্ধে কথা বলার পাশাপাশি জীবনের বিভিন্ন বিষয়ে কথা বলে মুগ্ধ হয়ে গেলাম।

আরও পড়ুন: Kareena Kapoor Khan: 'আমাদের একটু একলা থেকে সামলাতে দিন, মনগড়া গল্প বানাবেন না...'

রুক্মিণীর সম্বন্ধে কথা বলতে গিয়ে আশুতোষ গোয়াড়িকর প্রশংসায় পঞ্চমুখ। তিনি বলেন, 'রুক্মিনী মৈত্রকে একদম বিনোদিনীজির মতো দেখতে লাগছে এবং তাঁর অসম্ভব সুন্দর অভিনয় বিনোদিনীজির চরিত্রটিকে মন ছুঁয়ে দিয়েছে। যেমন সুন্দর দেখতে লাগছে, তেমনই অসাধারণ নাচ। দারুণ অভিনয় করেছেন তিনি। ভারতীয় থিয়েটারকে সম্মান জানিয়েছেন ছবিটির মাধ্যমে এবং পুরনো অভিনেতাদের প্রতি আন্তরিক শ্রদ্ধাজ্ঞাপন করেছে এর মধ্য দিয়ে। থিয়েটারের সুবর্ণ যুগকে পর্দায় ফিরিয়ে আনা হয়েছে প্রত্যেক প্রজন্মের জন্যে। 'বিনোদিনী' প্রচুর সাফল্য অর্জন করুক এবং স্বীকৃতি পাক, এটাই কামনা করছি।' 'বিনোদিনী' মুক্তির আগেই আসছে একের পর এক চমক, ছবি মুক্তির অপেক্ষায় দর্শক এখন মুখিয়ে।

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.