Saif Ali Khan: CCTV ফুটেজে দেখা গিয়েছে সইফের আক্রমণকারীকে! জানতে পেরেই ছক কষেছিল, কিন্তু...

 Saif Ali Khan stabbing: দুষ্কৃতীর পরিচয় জানা না গেলেও তার ছবি প্রকাশ্যে এসেছে। সইফের বাড়ির সিঁড়ি দিয়ে বেরিয়ে যেতে দেখা গিয়েছে তাকে। ঘটনার পরই তদন্ত শুরু করে মুম্বইয়ের অপরাধ দমন শাখা। সাতটি দল অভিযুক্তের খোঁজে তদন্ত শুরু করে। 

Updated By: Jan 17, 2025, 01:11 PM IST
Saif Ali Khan: CCTV ফুটেজে দেখা গিয়েছে সইফের আক্রমণকারীকে! জানতে পেরেই ছক কষেছিল, কিন্তু...
ফাইল ছবি

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মধ্যরাতে এক্কেবারে বেডরুমে ঢুকে ছুরি দিয়ে এলোপাথাড়ি কুপিয়েছে এক দুষ্কৃতী। ছয় কোপে মুহূর্তে রক্তে ভাসতে থাকেন সইফ। অবশেষে ধরা পড়ল সইফের উপরে হামলাকারী। মুম্বই পুলিসের হাতে ধরা পড়েছে আততায়ী। সইফের উপর হামলার কয়েক ঘণ্টা পর বান্দ্রা স্টেশনে দেখা যায় সইফের হামলাকারীকে। তখনই প্রায় ৩৩ ঘণ্টা পরে এক সন্দেহভাজনকে আটক করেছে মুম্বই পুলিস। 

আরও পড়ুন, Kareena Kapoor Khan: 'আমাদের একটু একলা থেকে সামলাতে দিন, মনগড়া গল্প বানাবেন না...'

সইফ থাকেন বান্দ্রার একটি বিলাসবহুল বহুতলের ১২ তলায়। সেখানে, বুধবার রাতে হামলা চালায় দুষ্কৃতীরা। নিরাপত্তার ব্যবস্থার মধ্যে কীভাবে তারা বাড়ির ভিতরে প্রবেশ করতে সক্ষম হলো, তা জানতে মুম্বই পুলিস তদন্ত শুরু করে।  তদন্তে নেমেই পুলিস সইফ আলি খানের বিলাসবহুল ফ্ল্যাটের সিসিটিভি ফুটেজ উদ্ধার করে। এলাকারও সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে।

প্রশাসনের আরও অনুমান, সইফের বাড়ি থেকে বেরিয়ে আততায়ী সম্ভবত পোশাক বদলে নেয়। বান্দ্রা রেলওয়ে স্টেশনে তল্লাশির সময়েই আক্রমণকারীর খোঁজ পায় পুলিস। সেই সময় আততায়ী ইতস্তত সেখানে ঘুরছিল বলে জানা গিয়েছিল। তার সন্দেহজনক গতিবিধি নজরে আসে পুলিসের। এরপরেই আটক করা হয় তাকে। ম্যারাথন জিজ্ঞাসাবাদ চলছে। 

তদন্তে জানা যায়, আততায়ী সইফের ঘরে নয়, তাঁর ছোট ছেলে জেহ-র ঘরে ঢুকছিল। সেই সময় পরিচারিকা দেখে ফেলেন। চিৎকার করতেই তাঁকে ইশারা চুপ করতে বলে হামলাকারী। এমনকী ১ কোটি টাকার দাবি করে। পরিচারিকা তাঁকে বাধা দিলে সে ছুরির কোপ মারে। চিৎকার শুনে বেরিয়ে আসেন সইফ। হামলাকারীকে বাধা দিলে, সইফের উপরে ঝাঁপিয়ে পড়ে। এলোপাথাড়ি কোপ মারে। 

আরও পড়ুন, Saif Ali Khan Stabbed: সইফের ছোট ছেলেই ছিল টার্গেট? ১ কোটি টাকা দাবি হামলাকারীর...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.