WATCH | IND vs BAN | ICC Champions Trophy 2025: হা হতোস্মি হ্যাটট্রিক! রোহিতের ভুলে অধরা অক্ষরের ইতিহাস, কপাল চাপড়াচ্ছে টিম...

Rohit Sharma's Blunder Denies Axar Patel Historic Hattrick: রোহিতের ভুলে অধরা অক্ষরের ইতিহাস! অধিনায়ক নিজেকেই ক্ষমা করতে পারলেন না!

Updated By: Feb 20, 2025, 04:16 PM IST
WATCH | IND vs BAN | ICC Champions Trophy 2025: হা হতোস্মি হ্যাটট্রিক! রোহিতের ভুলে অধরা অক্ষরের ইতিহাস, কপাল চাপড়াচ্ছে টিম...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের অভিযান শুরু হল পড়শি রাষ্ট্র বাংলাদেশের বিরুদ্ধে (IND vs BAN, ICC Champions Trophy 2025)। আজ, বৃহস্পতিবার দুবাই আন্তর্জাতিক ত্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করছে বাংলাদেশ নাজমুল হোসেন শান্তর বাংলাদেশ। রোহিত শর্মার (Rohit Sharma) নীলবাহিনীর বোলিং ইউনিট শুরু থেকেই বাংলাদেশকে বোতলবন্দি করে ফেলেছিল। ৯ ওভারের ভিতর ৩৫ রানে টাইগারদের ৫ উইকেট চলে যায়। 

স্পিন-পেসের জোড়া আক্রমণে আচমকাই তাল কাটে দশম ওভারে! আর এদিন রোহিতের ভুলেই অক্ষর প্যাটেলের ইতিহাস অধরা থেকে যায় দুবাইয়ে। নবম ওভারে অক্ষরকে বল তুলে দিয়েছিলেন রোহিত। অক্ষরের প্রথম ডেলিভারি তানজিদ হাসান খেলেন। রান পাননি কোনও। পরের বলে তিনি খোঁচা দিয়ে কেএল রাহুলের হাতে ক্যাচ তুলে দেন। অক্ষরের তৃতীয় বলে মুশফিকুর রহিম ফ্লাইট বুঝতে না পেরে সেই রাহুলের হাতেই ক্যাচ তুলে দেন। 

আরও পড়ুন: অবিশ্বাস্য 'ফ্লাইং ফিলিপস'! নেটপাড়ায় প্রশ্ন, 'তিনি কি আদৌ মানুষ'?

অক্ষরের হ্যাটট্রিকের অপেক্ষায় তখন পুরো টিম। নতুন ব্যাটার জাকের আলির উইকেট পেলেই হয়ে যাবে অক্ষরের হ্যাটট্রিক। জাকেরও ক্যাচ তুলে দেন। কিন্তু স্লিপে রোহিত সিটার মিস করেন! যা স্বয়ং অধিনায়কও বিশ্বাস করতে পারেননি। তিনি বারবার মাঠ চাপড়ে নিজের হতাশা ফুটিয়ে তোলেন। এমনকী অক্ষরকেও হাত দেখিয়ে তাঁর অনুশোচনা বুঝিয়ে বলেন... অক্ষর এদিন পরপর তিন বলে তিন উইকেট নিতে পারলে, প্রথম ভারতীয় হিসেবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে হ্যাটট্রিক করার ইতিহাস লিখতেন...

প্রতিবেদন লেখার সময়ে পর্যন্ত স্কোরবোর্ড বলছে, বাংলাদেশ ২০ ওভারে ৮০ রান তুলতে গিয়ে ৫ উইকেট হারিয়েছে। ২টি করে উইকেট মহম্মদ শামি ও অক্ষরের। এক উইকেট হর্ষিত রানার। দেখা যাক বাংলাদেশ বাকি ৩০ ওভারে আর কত রান তুলতে পারে। খেলার আগের দিন পদ্মাপারের অধিনায়ক বলেছেন যে, তাঁরা যে কোনও টিমকে হারাতে পারেন। কিন্তু খেলা মোটেই সে কথা বলছে না!

আরও পড়ুন: চ্যাম্পিয়ন্স ট্রফির আগেই বিরাট আপডেট, এই ভারতীয় বিশ্বের ১ নম্বর হয়ে মুছলেন বাবরকে...

 

 (দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.