Sherdil The Pilibhit Saga : সত্য ঘটনা অবলম্বনে গঙ্গারামের গল্প বলবেন সৃজিত

 মুক্তি পেয়েছে পরিচালকের হিন্দি ছবি 'শেরদিল : দ্য পিলভিড সাগা'র ট্রেলার।

Edited By: রণিতা গোস্বামী | Updated By: Jun 4, 2022, 08:54 PM IST
Sherdil The Pilibhit Saga : সত্য ঘটনা অবলম্বনে গঙ্গারামের গল্প বলবেন সৃজিত

নিজস্ব প্রতিবেদন : সৃজিতের (Sriji Mukherji) এক্স = প্রেম যখন আলোচনায়, তখনই মুক্তি পেয়েছে পরিচালকের হিন্দি ছবি 'শেরদিল : দ্য পিলভিড সাগা'র ট্রেলার। সৃজিতের এই ছবিতে আকর্ষণের কেন্দ্রবিন্দু পঙ্কজ ত্রিপাঠি (Pankaj Tripathi)। রয়েছেন নীরজ কাবি (Neeraj Kabi), সায়নী গুপ্তা (Sayani Gupta)র মতো অভিনেতারা। সত্যি ঘটনা অবলম্বনে তৈরি হয়েছে এই ছবি। 

ছবির গল্প একেবারেই সাধারণ একজন মানুষ গঙ্গারাম (পঙ্কজ ত্রিপাঠি)কে নিয়ে। যিনি কিনা একই সঙ্গে জঙ্গলের পশু এবং প্রশাসনিক দূর্নীতি নিয়ে লড়াই করছেন। 'শেরদিল : দ্য পিলভিড সাগা'র ট্রেলারে উঠে এসেছে সেই গঙ্গারামের গল্প। বাঘের আক্রমণের শিকার হলে পরিবার সরকারি সাহায্য পাবে। প্রশাসনের এই প্রকল্প থেকে গ্রামের মানুষ যাতে উপকৃত হন তার জন্য গঙ্গরাম নিজের জীবন ত্যাগ করতেও রাজি হয়ে যান। গঙ্গরাম নিজের পরিবারকে বোঝান তিনি বাঘের আক্রমণের শিকার হয়ে আত্মাহুতি দেবেন। এমনই ভাবনা যেতে জঙ্গলের পথে পা বাড়ান তিনি। জঙ্গলে গিয়ে মৃত্যুর জন্য অপেক্ষা করতে করতে গঙ্গারামের আলাপ হয় জিমের (নীরজ কাবি) সঙ্গে। যিনি আবার চোরা শিকারি। এরপর তাঁদের জীবনে একাধিক অপ্রত্যাশিত ঘটনা ঘটতে থাকে। তবে ছবির গল্প ঠিক কীভাবে এগোবে তা জানতে গেলে আরও একটু অপেক্ষা করতে হবে।  

আরও পড়ুন-X= Prem Review : এক্স=প্রেম দেখে আবারও প্রেমে পড়তে ইচ্ছে করছে ঊষসীর

ছবি প্রসঙ্গে পরিচালক সৃজিত মুখোপাধ্যায় জানান, 'শেরদিল : দ্য পিলভিড সাগা' তাঁর স্বপ্নের একটি প্রকল্প। ২০১৭ সালের একটি ঘটনা পড়ার পরই আমি গল্পটা লিখে ফেলেছিলাম। গল্পটা রেজিস্টার করাও ছিল। অবশেষে ৫ বছর অপেক্ষার পর ছবিটা আপনাদের সামনে নিয়ে আসতে পারছি। ২৪ জন মুক্তি পাচ্ছে  'শেরদিল : দ্য পিলভিড সাগা'। এই ছবির জন্য গান লিখেছেন গুলজার, গেয়েছেন সদ্য প্রয়াত কেকে।  

.