Rappa Roy Comics in Cinema: কমিক্সের পাতা থেকে বড়পর্দায় রাপ্পা রায়, মুখ্য চরিত্রে ধারাবাহিকের জনপ্রিয় মুখ...
Arpan Ghoshal As Rappa Roy: গত বছরই প্রকাশ্যে এসেছিল রাপ্পা রায়ের প্রথম লুক। জানা গিয়েছিল কমিক্সের পাতা থেকে সিনেমার স্ক্রিনে উঠে আসবে এই চরিত্র। ছবিতে রাপ্পার চরিত্রে দেখা যাবে অভিনেতা সৌম্য মুখোপাধ্যায়কে। তবে পোস্টার সামনে আসতেই চমক। বদলে গিয়েছেন অভিনেতা। এবার রাপ্পার চরিত্রে ছোটপর্দার জনপ্রিয় মুখ। কে তিনি?
![Rappa Roy Comics in Cinema: কমিক্সের পাতা থেকে বড়পর্দায় রাপ্পা রায়, মুখ্য চরিত্রে ধারাবাহিকের জনপ্রিয় মুখ... Rappa Roy Comics in Cinema: কমিক্সের পাতা থেকে বড়পর্দায় রাপ্পা রায়, মুখ্য চরিত্রে ধারাবাহিকের জনপ্রিয় মুখ...](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2025/02/06/519644-rappa1.png)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বড়পর্দায় আসছে সুযোগ বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয় কমিক চরিত্র রাপ্পা রায়, এই খবর সকলেরই জানা। ছবির নাম "রাপ্পা রায় ও ফুলস্টপ ডট কম", পরিচালনায় ধীমান বর্মন। একগুচ্ছ স্টার কাস্ট নিয়ে শ্যুটিং শুরু হয়েছে। গত বছর শোনা গিয়েছিল রাপ্পার চরিত্রে দেখা যাবে অভিনেতা সৌম্য মুখোপাধ্যায়কে। তবে এবার বদলে গেলেন পর্দার রাপ্পা। প্রকাশ্যে এল নতুন পোস্টার।
ছোটপর্দায় বিপুল জনপ্রিয়তা পেয়েছেন অর্পণ ঘোষাল। বেশ অনেকদিন ধারাবাহিক থেকে বিদায় নিয়েছেন তিনি। এবার বড়পর্দায় রাপ্পা রায়ের চরিত্রে অভিনয় করছেন অর্পন ঘোষাল, আরেক মুখ্য চরিত্র ডলফিন হতে চলেছেন অলিভিয়া সরকার। প্রকাশ্যে রাপ্পার লুক। ছবির আরও প্রধান চরিত্রে অভিনয় করছেন সৌরভ দাস, রাহুল অরুনোদয় ব্যানার্জি, দেবাশীষ মন্ডল,দেবাশীষ রায়, রজতাভ দত্ত, প্রান্তিক ব্যানার্জি, সুজন মুখার্জি, চান্দ্রেয়ী ঘোষ, লিজা গোস্বামী, পুষান দাস, সব্যসাচী চৌধুরী ও অন্যান্যরা। ক্রাইম, কমেডি, ফ্যান্টাসি সবকিছু নিয়ে এই ছবি " রাপ্পা রায় ও ফুলস্টপ ডট কম"।
আরও পড়ুন- R G Kar Case: আদালতে দোষীর সাজা ঘোষণার পর এবার বাংলা ধারাবাহিকে আরজি কর-কাণ্ড...
পরিচালক ধীমান বর্মন জানান "রাপ্পা রায় ও ফুলস্টপ ডট কম" নিয়ে কাজ করার ইচ্ছা বহুদিন থেকে ছিল। অনেকটা প্ল্যান করে এই ছবি নিয়ে এগোচ্ছি। কমেডি থেকে ফ্যান্টাসি সব কিছু থাকবে এই ছবিতে।সেই মতো আমরা শুরু করছি। ছবির অনেকটা অংশ শ্যুটিং হয়ে গিয়েছে। রাপ্পা সিকুয়েল এর জন্য আমরা অডিশন শুরু করেছি। ছবিতে রাপ্পা চরিত্রে অর্পন ঘোষাল কে আশা করছি দর্শকদের ভালো লাগবে"। ছবির সিনেমাটোগ্রাফি করছেন অনুজিৎ কুন্ডু, মিউজিকের দায়িত্বে সমিধ মুখার্জি। ছবির শ্যুটিং হচ্ছে কলকাতা শহরে ও কলকাতার বাইরে। "ধীমান বর্মন প্রোডাকশনস" এর ব্যানারে মুক্তি পাবে এই ছবি "রাপ্পা রায় ও ফুলস্টপ ডট কম"।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)