Ritwick Chakraborty: সইফকাণ্ডের ছায়া টলিউডে! দিনেদুপুরে ঘরে ঢুকে ঋত্বিকের সঙ্গে হাতাহাতি দুষ্কৃতীর, CCTV ফুটেজ ঘিরে চাঞ্চল্য...

Ritwick Chakraborty: কয়েকদিন আগেই সোশ্যাল মিডিয়ায় সুপারস্টারের ফ্যানেদের তোপের মুখে পড়েছিলেন ঋত্বিক চক্রবর্তী। নানা ধরনের কটুকথা শুনতে হয়েছে অভিনেতাকে। এবার একেবারে বারান্দা দিয়ে অভিনেতার ঘরে ঢুকে পড়লেন এক অচেনা ব্যক্তি। হল ধাক্কাধাক্কিও। দুটো ঘটনার সঙ্গে কি কোনও যোগাযোগ রয়েছে, নাকি নেপথ্যে অন্য কারণ?

Updated By: Feb 6, 2025, 02:49 PM IST
Ritwick Chakraborty: সইফকাণ্ডের ছায়া টলিউডে! দিনেদুপুরে ঘরে ঢুকে ঋত্বিকের সঙ্গে হাতাহাতি দুষ্কৃতীর, CCTV ফুটেজ ঘিরে চাঞ্চল্য...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সইফ আলি খানের (Saif Ali Khan Case) বাড়িতে সমস্ত নিরাপত্তা ভেঙে আচমকাই ঢুকে পড়েছিল এক দুষ্কৃতী। তাকে বাধা দিতেই সেই দুষ্কৃতী রীতিমতো ছয়বার কোপায় ছোটে নবাবকে। রক্তাক্ত সইফকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। গুরুতর জখম হন অভিনেতা। সেখান থেকেই তারকাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে সারা ভারত জুড়ে। এবার সেই একইরকম আক্রমণের ঘটনা টলিউডে। দিনেদুপুরে বারান্দা দিয়ে ঋত্বিক চক্রবর্তীর (Ritwick Chakraborty) ঘরে ঢুকে পড়ল এক দুষ্কৃতী। পুরো ঘটনায় হতভম্ব অভিনেতা। 

আরও পড়ুন- R G Kar Case: আদালতে দোষীর সাজা ঘোষণার পর এবার বাংলা ধারাবাহিকে আরজি কর-কাণ্ড...

বৃহস্পতিবার একটি ভিডিয়ো পোস্ট করেন অভিনেতা। সেলফি মোডে তোলা সেই ভিডিয়োতে একটি ঘটনা বর্ণনা করেন। যা শুনে অবাক সকলেই। ঋত্বিক বলেন, 'একটু আগে একটা আশ্চর্য ঘটনা ঘটল। আমি হতভম্ব। একটা লোক আমাদের বারান্দা দিয়ে ঘরে ঢুকে পড়েছিল। আমাদের ব্যালকনিটা খোলা। আমি বই পড়ছিলাম। কিন্তু টের পাইনি'। 

'আমি ফ্রিজের কাছে জল আনতে এসেছিলাম', এই কথা বলেই তাঁর বাড়িতে ফ্রিজটি কোথায় রাখা, তা দেখান ঋত্বিক চক্রবর্তী। অভিনেতা বলেন, 'জল নিতে আসতেই ও একেবারে সামনে চলে আসে। ও আমাকে ধাক্কা মারে, আমিও ধাক্কা মারি। ধাক্কাধাক্কি হয়। আমি চিত্‍কার করে উঠি। আমার বাড়ির লোক দৌড়ে চলে আসে। তখন ও কাছের দরজা দিয়ে পালিয়ে যায়। তারপর আমি সিসিটিভি ফুটেজটা দেখি। আপনাদের সঙ্গেও শেয়ার করছি'। ওই ভিডিয়োর শেষেই দেখা যায় তাঁর বাড়ির সিঁড়ির সিসিটিভি ফুটেজ। যেখানে ওই ব্যক্তির মুখও স্পষ্ট দেখা যায়। 

আরও পড়ুন- Fact Check | Nora Fatehi: বাঞ্জি জাম্পিং করতে গিয়ে ভয়ংকর দুর্ঘটনা! খাদে পড়ে মৃত্যু নোরা ফতেহির?

সিসিটিভি ফুটেজে দেখা যায় এক ব্য়ক্তি ছুটে সিঁড়ি দিয়ে নামছে। গেট দিয়ে বেরিয়েও সে আবার ফিরে আসে এবং সিসিটিভি ক্যামেরায় নিজের মুখ দেখায়। এখানেই রয়েছে বড়সড় টুইস্ট। ওই ব্যক্তির পরনে ছিল হুডি দেওয়া জ্যাকেট, মুখে মাস্ক। সেই ব্যক্তি একটি চিরকুট বের করে পকেট থেকে। সেখানে লেখা 'এইটুকুই জানাতে এসেছিলাম'। কী জানাতে এসেছিলেন তিনি? 

ঋত্বিক চক্রবর্তী যে ভিডিয়ো শেয়ার করেছেন, তার ক্যাপশনেও লেখা 'এইটুকুই জানাতে এসেছিলাম'। ভিডিয়োর শেষে জানা যায়, আসলে সবটাই নাটক। চিন্তার কোনও ঘটনাই হয়নি। আসলে সবটাই তাঁর আগামী ছবি 'পরিচয় গুপ্ত'-র প্রচার। ভিডিয়োর শেষে চিরকুটে লেখা 'পরিচয় গুপ্ত আসছে আগামী ২১ ফেব্রুয়ারি, আপনার নিকটবর্তী প্রেক্ষাগৃহে'। ঋত্বিকের প্রচারের পদ্ধতিতে চমকে গিয়েছেন অনুরাগীরা, তবে ভিডিয়ো শেষে সকলেই আশ্বস্ত। 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.