আলাপ করুন বজরঙ্গি ভাইজানে সলমনের 'হমশকল' নাজিমের সঙ্গে
শুটিং শুরু হয়ে গেছে সলমনের আগামী ছবি বজরঙ্গি ভাইজানের। আর এর মধ্যেই শুরু হয়ে গিয়েছে খবরের ঘনঘটাও। করিনা কপূরের সেলফির পর এবার খবরে ডবল রোল। সলমনের 'হমশকল' নাজিম খানকে দেখা যাবে ছবিতে।
![আলাপ করুন বজরঙ্গি ভাইজানে সলমনের 'হমশকল' নাজিমের সঙ্গে আলাপ করুন বজরঙ্গি ভাইজানে সলমনের 'হমশকল' নাজিমের সঙ্গে](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2014/11/12/31111-salnaj1.jpg)
ওয়েব ডেস্ক: শুটিং শুরু হয়ে গেছে সলমনের আগামী ছবি বজরঙ্গি ভাইজানের। আর এর মধ্যেই শুরু হয়ে গিয়েছে খবরের ঘনঘটাও। করিনা কপূরের সেলফির পর এবার খবরে ডবল রোল। সলমনের 'হমশকল' নাজিম খানকে দেখা যাবে ছবিতে।
সলমনের চরিত্রে অল্পবয়সের ভূমিকায় অভিনয় করছেন নাজিম খান। আফগানিস্তানের কাবুলে বাড়ি হলেও নাজিম এখন দিল্লির বাসিন্দা। আর বলাই বাহুল্য যে নাজিম সলমনের বিশাল ভক্ত। সলমনের সই করা টি-শার্ট নাজিমের জীবনের শ্রেষ্ঠ সংগ্রহ। সলমনের সঙ্গে একই ছবিতে অভিনয়, তাও আবার একই চরিত্রে নাজিমের কাছে ছিল স্বপ্নের মতো। শুটিংয়ের ফাঁকেই শরীরচর্চার টিপসও মিলছে সল্লু ভাইয়ের কাছ থেকে।