'জিসম থ্রি' ছাপিয়ে যাবে যৌনতার সব পারদ, বলছেন পূজা ভাট
ইরোটিক থ্রিলার 'জিসম' সিরিজের তৃতীয় সংস্করণের কাজ শুরু হতে চলেছে। আর পরিচালক পূজো ভাট এখন থেকেই শুনিয়ে দিলেন আগের দুটো সংস্করণ তো বটেই 'জিসম থ্রি'-র বলিউডের সবচেয়ে উত্তেজক সিনেমা হতে চলেছে। সিনেমায় তিনজন পুরুষ ও একজন মহিলার গল্প দেখানো হবে। ২০১৭ সালে রিলিজ করবে ভাট ক্যাম্পের এই সিনেমা। কারা অভিনয় করবেন তা এখনও ঠিক হয়নি।
ওয়েব ডেস্ক: ইরোটিক থ্রিলার 'জিসম' সিরিজের তৃতীয় সংস্করণের কাজ শুরু হতে চলেছে। আর পরিচালক পূজো ভাট এখন থেকেই শুনিয়ে দিলেন আগের দুটো সংস্করণ তো বটেই 'জিসম থ্রি'-র বলিউডের সবচেয়ে উত্তেজক সিনেমা হতে চলেছে। সিনেমায় তিনজন পুরুষ ও একজন মহিলার গল্প দেখানো হবে। ২০১৭ সালে রিলিজ করবে ভাট ক্যাম্পের এই সিনেমা। কারা অভিনয় করবেন তা এখনও ঠিক হয়নি।
২০০৩ সালে বিপাশা বসু-জন আব্রাহাম নিয়ে জিসম সিরিজ শুরু করেছিল ভাট ক্যাম্প। সেই সিনেমা পরিচালনা করেছিলেন অমিত সাক্সেনা, প্রযোজক ছিলেন পূজা ভাট। ২০১২ সালে সানি লিওনের আত্মপ্রকাশ হয়েছিল জিসম টু-তে। পূজা ভাট নিজে সেই সিনেমা পরিচালনা করেছিলেন। বানিজ্যিকভাবে জিসম, জিসম টু দুটো বক্স অফিসে সফলতা পায়।
বলাই বাহুল্য দিনদিন বলিউডে যৌনতার পারদ চড়ছে। এখন বক্স অফিস সাফল্য পেতে হলে যৌনতার পারদ একেবার সপ্তমে তুলতে হবে।