Sonu Sood: জালিয়াতির অভিযোগ সোনু সুদের বিরুদ্ধে! গ্রেফতারির মুখে 'মসিহা'...

Sonu Sood: 'মসিহা'র বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানায় উদ্বিগ্ন সোনু সুদের ভক্তমহল। তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠেছে ১০ লক্ষ টাকা প্রতারণার! উদ্বিগ্ন তাঁর হাজার হাজার ভক্ত... 

Updated By: Feb 7, 2025, 02:24 PM IST
Sonu Sood: জালিয়াতির অভিযোগ সোনু সুদের বিরুদ্ধে! গ্রেফতারির মুখে 'মসিহা'...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রতারণা মামলায় গ্রেফতারির মুখে সোনু সুদ (Sonu Sood)! শুনতে অবিশ্বাস্য লাগলেও খবরটা সত্যি। ২০২০ সালে সারা বিশ্ব যখন কোভিড-১৯ মহামারিতে নিমজ্জিত তখন যিনি সকলের পাশে এসে দাঁড়িয়েছিলেন আজ তাঁর বিরুদ্ধেই উঠেছে ১০ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ। তিনি রিল লাইফ থেকে রিয়েল লাইফ হিরো হয়ে উঠেছেন সকলের কাছে, সেই তিনিই কিনা এমন প্রতারণার সঙ্গে যুক্ত? এক লহমায় কি তাঁর 'মসিহা' খেতাব টলে যেতে পারে!

আরও পড়ুন: Ishika Taneja | Maha Kumbh 2025: 'দুশ্চরিত্র' মমতার পর আর এক অভিনেত্রী! কুম্ভে ডুব দিয়েই হলেন সাধ্বী...

করোনা ভাইরাসে যখন সারা বিশ্বে টালমাটাল অবস্থা তখন তিনি দুর্গতদের দূত হয়ে সকলের পাশে দাঁড়িয়েছিলেন। লকডাউনের সময়ে অভিবাসী শ্রমিকদের বাড়ি পৌঁছে দেওয়া থেকে শুরু করে খাদ্যসংস্থানের ব্যবস্থাও করেছিলেন তিনি। তাঁর এই উদ্যোগের জন্য তিনি পেয়েছিলেন 'মসিহা' খেতাব। সংবাদ সংস্থা এএনআই-এর সূত্রে খবর, এই ঘটনার সূত্রপাত লুধিয়ানা থেকে। তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করেন লুধিয়ানার এক আইনজীবী রাজেশ খান্না। অভিযোগ করা হয়েছে মোহিত শুক্লা নামে এক ব্যক্তি সোনু সুদকে (Sonu Sood) প্রলুব্ধ করেছিলেন 'রিজিকা কয়েন' নামে একটি ভুয়ো বিনিয়োগ প্রকল্পে প্রায় ১০ লক্ষ টাকার বিনিয়োগ করতে। মূল অভিযুক্ত হিসাবে মোহিত শুক্লার নামে প্রথমে আর্থিক প্রতারণার মামলা দায়ের করা হলেও লুধিয়ানার আদালত এই মামলাতেই অভিনেতাকে সাক্ষ্য দেওয়ার জন্য নির্দেশ দিয়েছিলেন। কিন্তু সোনু সেই সমন এড়িয়ে গিয়ে কোর্টে হাজির হননি। এই অনুপস্থিতির কারণেই মূলত 'মসিহা'র বিরুদ্ধেই গ্রেফতারি পরোয়ানা (Arrest Warrant) জারি করেছেন লুধিয়ানার বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট রমনপ্রীত কৌর। আদালত মুম্বইয়ের আন্ধেরির ওশিওয়ারা থানার অফিসার ইনচার্জকে নির্দেশ দিয়েছে সোনুকে গ্রেফতার করে কোর্টে পেশ করার জন্য। 

আরও পড়ুন: Tollywood: টালিগঞ্জে এবার 'কর্মবিরতি'র পথে পরিচালকরাও!

সোনু সুদের ভক্তরা তাঁর গ্রেফতারির নির্দেশে অত্যন্ত বিচলিত হয়ে আছেন। আদালত থেকে বলা হয়েছে, 'সোনু সুদ, ঠিকানা ৬০৫/৬০৬, কাসাব্লাঙ্কা অ্যাপার্টমেন্ট। তাঁকে সমন পাঠানো হয়েছিল। কিন্তু তিনি আদালতে হাজির হননি এবং আদালতের তলব এড়ানোর চেষ্টা করেছেন। তাই তাঁকে গ্রেফতার করে আদালতে পেশ করার নির্দেশ দেওয়া হল। এই গ্রেফতারি পরোয়ানা ১০ ফেব্রুয়ারির মধ্যে কার্যকর করে আদালতে রিপোর্ট পেশ করতে হবে। যদি তা সম্ভব না হয়, তবে কেন তা করা হয়নি, তার যথাযথ কারণ আদালতকে বলতে হবে।' জানা গিয়েছে, এই মামলার পরবর্তী শুনানি আগামী ১০ ফেব্রুয়ারি। তবে এখনও পর্যন্ত এই বিষয়ে সোনু  বা তাঁর টিমের তরফ থেকে কোনও রকম বিবৃতি বা প্রতিক্রিয়া দেওয়া হয়নি।

সোনু সুদ তাঁর ভক্তমহলে বারংবার তাঁর ধৈর্য ও চিন্তাশীল মনের পরিচয় দিয়েছেন। তিনি বারংবার বিপদে পড়া মানুষদের পাশে এসে দাঁড়িয়েছিলেন সংকটমোচনকারী হিসাবে। তাই তাঁকে অনেকে ভগবানের দূতও বলেছেন। বিহারে অনাথ শিশুদের স্কুল তৈরিতে তিনি বিপুল পরিমাণ অর্থ দান করেছিলেন। এছাড়াও তাঁর দুবাই বিমানবন্দরে যাত্রীদের প্রাণ বাঁচানোর ঘটনা সকলের থেকে তাঁকে আলাদা করতে বাধ্য করেছে এবং এই সকল ঘটনার জন্য তিনি বারংবার খবরের শিরনামে উঠে এসেছেন। এ সকল কারণেই সকল মানুষের চোখে তিনি রিল জীবনের হিরো থেকে রিয়েল জীবনের হিরোতে পরিণত হয়েছেন। তাঁকে ঘিরে ভক্তদের আবেগ এমন জায়গায় পৌঁছেছে যে, তেলেঙ্গানের মতো একাধিক জায়গায় তাঁর মূর্তি প্রতিষ্ঠা করে তাঁর পুজো করেন সাধারণ মানুষ। সেই 'মসিহা'র বিরুদ্ধেই এমন অভিযোগ ও গ্রেফতারির পরোয়ানায় স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন তাঁর হাজার হাজার ভক্তবৃন্দ। 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.