WATCH | Atif Aslam | Champions Trophy 2025: 'বরাবর ফাস্ট বোলার হতেই চেয়েছিলাম'! চ্যাম্পিয়ন্স ট্রফির অ্যান্থেম গেয়ে বললেন আতিফ

Atif Aslam: গায়ক নন, হতে চেয়েছিলেন ফাস্ট বোলার! বলছেন আতিফ আসলাম...  

Updated By: Feb 7, 2025, 07:29 PM IST
WATCH | Atif Aslam | Champions Trophy 2025: 'বরাবর ফাস্ট বোলার হতেই চেয়েছিলাম'! চ্যাম্পিয়ন্স ট্রফির অ্যান্থেম গেয়ে বললেন আতিফ

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে ০৯ মার্চ পর্যন্ত পাকিস্তান-দুবাই একসঙ্গে আয়োজন করছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। পাকিস্তানে আইসিসি-র টুর্নামেন্ট শেষবার হয়েছিল ১৯৯৬ সালে। বিশ্বকাপ আয়োজনের ২৮ বছর পর ফের এত বড় টুর্নামেন্ট আয়োজনের দায়িত্ব পেয়েছে পিসিবি।  

২০১৭ সালে শেষবার চ্যাম্পিয়ন্স ট্রফি হয়েছিল ইংল্যান্ড এবং ওয়েলসে। সেবার চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান। চার বছর অন্তর এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও, ৮ বছর পর আইসিসি-র পরিচালনায় ফিরছে এটুর্নামেন্ট। যা অনেকে মিনি বিশ্বকাপও বলে থাকেন। ভারত যেহেতু পাকিস্তানে খেলতে যাবে না, সেহেতু আইসিসি নিরপেক্ষ ভেন্যু হিসেবে দুবাইকে সবুজ সংকেত দিয়েছে। হাইব্রিড মডেলে হচ্ছে টুর্নামেন্ট।   

আরও পড়ুন: 'আমরা একসঙ্গে বেঁচেছি'! 'জীবনের সঙ্গী'কে বিদায়ী বার্তা, শোকে পাথর রোনাল্ডো...

উত্তেজনা এখন তুঙ্গে, এই আবহে চ্যাম্পিয়ন্স ট্রফির অ্যান্থেম প্রকাশ করল আইসিসি। পাক গায়ক আতিফ আসলাম গাইলেন 'জিতো বাজি খেল কে' গানটি। ইউটিউবে ২ লক্ষের বেশি মানুষ এই গান দেখেছেন এবং শুনেছেন। 

বলিউড এবং পাকিস্তানি ছবিতে প্লেব্যাকের জন্য ব্যাপক জনপ্রিয় আতিফ। ভারত এবং পাকিস্তান, উভয় দেশেই প্রচুর ভক্ত রয়েছে তাঁর। আতিফের জনপ্রিয় বলিউড হিট গানগুলি বললেই চলে আসবে 'আদত' ('কলিযুগ'), 'পেহলি নজর মে' এবং 'আল্লাহ দুহাই' ('রেস'), এবং 'দিল দিয়া গল্লা' ('টাইগার জিন্দা হ্যায়')। আতিফের কণ্ঠ চ্যাম্পিয়ন্স ট্রফির গানে ভক্তদের মনে দাগ কাটবে বলেই আশা করা যায়।

চ্যাম্পিয়ন্স ট্রফির অ্যান্থেমের প্রযোজনা করেছেন আবদুল্লাহ সিদ্দিকী, গানের কথা লিখেছেন আদনান ধুল এবং আসফান্দিয়ার আসাদ। মিউজিক ভিডিওটিতে পাকিস্তানের প্রাণবন্ত সংস্কৃতি তুলে ধরা হয়েছে, যেখানে রাস্তার দু'পাশের দৃশ্য, ব্যস্ত বাজার এবং স্থানীয় পটভূমি রয়েছে।

আতিফ জানিয়েছেন, 'আমি ক্রিকেট খুব পছন্দ করি, সবসময় একজন ফাস্ট বোলার হতে চেয়েছিলাম। খেলার প্রতি আবেগ রয়েছে, খেলাটা বুঝিও ভালো। আর একজন ক্রিকেট অনুরাগী হওয়ায় দর্শকদের অ্যাড্রেনালিন, তাদের চিত্‍কারের সঙ্গে নিজেকে জুড়তে পারি। আমি ম্যাচের জন্য অপেক্ষা করতাম, বিশেষ করে ভারত-পাকিস্তানের খেলার জন্য, যা সবসময় আবেগ এবং মূল্যবোধের। আর এই কারণেই আমি চ্যাম্পিয়ন্স ট্রফির অ্যান্থেম গাইতে পেরে খুবই খুশি হয়েছি।'

আরও পড়ুন: শুভমন নন, ৩১ বছর বয়সী এই তারকা এবার ভারতের ওডিআই অধিনায়ক! গদি হারাবেন সূর্যও...

টুর্নামেন্টে ৮ দলীয় লড়াই হবে। প্রতিটি গ্রুপে চারটি করে দল। ভারত, পাকিস্তান, বাংলাদেশ ও নিউ জ়িল্যান্ডকে নিয়ে একটি গ্রুপ। অপর গ্রুপে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও আফগানিস্তান। প্রথম ম্যাচ ১৯ ফেব্রুয়ারি করাচিতে। মুখোমুখি আয়োজক পাকিস্তান ও নিউ জ়িল্যান্ড। তবে সকলের চোখ ২৩ ফেব্রুয়ারি ভারত-পাক মহারণে। 

 

.