রণবীর-দীপিকার রিসেপশন: রানির সাজে হাজির দীপিকা
দেখুন দীপবীরের রিসেপশনের প্রথম ছবি...
![রণবীর-দীপিকার রিসেপশন: রানির সাজে হাজির দীপিকা রণবীর-দীপিকার রিসেপশন: রানির সাজে হাজির দীপিকা](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2018/11/21/157102-deepika-first-pic.jpg)
নিজস্ব প্রতিবেদন: সিন্ধি ও কোঙ্কনি দুই রীতিতে বিয়ের সাজে মুগ্ধ করেছেন দীপিকা। তবে মুগ্ধতা আরও বাকি ছিল। ব্যাঙ্গালোরে দীপবীরের প্রথম রিসেপশনে দীপিকা যেন রানি। পাশে কালো শেরওয়ানিতে রণবীর সিং হাজির রাজার বেশে। দেখুন দীপবীরের রিসেপশনের প্রথম ছবি...
এদিকে রণবীর দীপিকার বিয়ের পর প্রথম রিসেপশন উপলক্ষ্যে সকাল থেকেই সেজে উঠেছে ব্যাঙ্গালোরের লীলা প্যলেসের বলরুম। সাজিয়ে তোলা হয়েছে নব-দম্পতির মঞ্চ। লীলা প্যালেসের শেষ মুহূর্তের প্রস্তুতি দেখতে হাজির হয়েছিলেন দীপিকা নিজে।
আর কয়েক ঘণ্টার অপেক্ষা। শুরু হয়ে যাবে দীপিকা-রণবীরের বেঙ্গালুরুর রিসেপশন পার্টি। জোর কদমে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। বিয়ের পর বেঙ্গালুরুতেই হচ্ছে 'দীপবীর'- এর প্রথম রিসেপশন। এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দীপিকা ও রণবীরের ঘনিষ্ঠ আত্মীয়রা। বিশেষ করে যাঁরা লেক কোমোর বিয়ের অনুষ্ঠানে হাজির ছিলেননা, তাঁদের জন্যই এই অনুষ্ঠান রাখা হয়েছে।