BSF নিয়ে মন্তব্যের জের, এবার অপর্ণা সেনকে আইনি চিঠি
নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি।
নিজস্ব প্রতিবেদন: BSF নিয়ে মন্তব্যের জের। অপর্না সেনকে (Aparna Sen) আইনি চিঠি। অভিনেতা তথা চিত্র পরিচালককে আইনি চিঠি পাঠিয়েছেন আইনজীবী পৃথ্বীজয় দাশ।
সীমান্ত এলাকায় সম্প্রতি BSF-এর এক্তিয়ার বৃদ্ধি করেছে স্বরাষ্ট্র মন্ত্রক। এর প্রতিবাদে সরব হন অপর্ণা সেন (Aparna Sen)। অভিযোগ, সীমান্তরক্ষী বাহিনীর বিরুদ্ধে 'ধর্ষক', 'খুনী' শব্দ প্রয়োগ করেন তিনি। এই সমস্ত মন্তব্যের প্রতিবাদে তাঁর বিরুদ্ধে বৃহস্পতিবার মামলা হল। মামলাকারীর দাবি, কেন্দ্রীয় বাহিনীকে অসম্মান করেছেন অপর্না সেন (Aparna Sen)। সাত দিনের মধ্যে তাঁকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। ঠিক কী বলেছিলেন অপর্ণা সেনা। তিনি অভিযোগ করেন, সেনার শাসন জারির চেষ্টা করছে কেন্দ্র। সেনাকে যতটা ক্ষমতা দেওয়ার কথা, তা থেকে বেশি ক্ষমতা দেওয়া হচ্ছে।
অপর্না সেনের (Aparna Sen) বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও (Suvendu Adhikari)। অভিনেতা তথা চিত্র পরিচালককে 'ভাতাজীবী' বলে কটাক্ষ করেন তিনি। যদিও এই বিষয়ে মন্তব্য করতে নারাজ অপর্না সেন (Aparna Sen)। তোপ দেগেছেন বিজেপি নেতা অনুপম হাজরাও।
সম্প্রতি সীমান্তে BSF-এর এক্তিয়ার বাড়িয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। ১৫ কিলোমিটার থেকে বাড়িয়ে ৫০ কিলোমিটার করা হয়েছে BSF-এর এক্তিয়া। এর বিরোধিতা করে আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Narendra Modi) চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় (Mamata Banerjee)। কেন্দ্রের সিদ্ধান্তের বিরোধিতায় মঙ্গলবার রাজ্য বিধানসভায় প্রস্তাব পেশ করে সরকার। বেশ কিছুক্ষণ আলোচনা হয়। শাসক-বিরোধী তরজায় উত্তপ্ত হয়ে ওঠে বিধানসভা। শেষে ভোটাভুটিতে প্রস্তাব পাস হয়। প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছেন তৃণমূলের ১১২ জন বিধায়ক। প্রস্তাবের বিরোধিতায় ভোট দিয়েছেন বিজেপির ৬৩ জন বিধায়ক।
আরও পড়ুন: TRP list: 'মিঠাই' থেকে 'খড়কুটো', টিআরপি তালিকায় ফের রদবদল
আরও পড়ুন: Vir Das-এর বিরুদ্ধে সরব Kangana, উপযুক্ত শাস্তির দাবি নায়িকার