৭৮৫টি শূন্যপদের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে ONGC, জেনে নিন আবেদন করবেন কীভাবে

মহারাষ্ট্র পাবলিক সেক্টর এন্টারপ্রাইজ, তেল ও প্রাকৃতিক গ্যাস কর্পোরেশন (ওএনজিসি) E1 স্তরের জন্য ইঞ্জিনিয়ারিং ও জিও-সায়েন্স বিভাগে নিয়োগএকটি বিজ্ঞপ্তি জারি করেছে। আগ্রহী প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইট ongcindia.com এর মাধ্যমে আবেদন করতে পারেন।

Updated By: Apr 15, 2019, 03:15 PM IST
৭৮৫টি শূন্যপদের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে ONGC, জেনে নিন আবেদন করবেন কীভাবে

নিজস্ব প্রতিবেদন: ওয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস করপোরেশন লিমিটেডে (ওএনজিসি) অ্যাসিস্টেন্ট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, কেমিস্ট, জিওলজিস্ট, জিওফিজিস্ট, মেটিরিয়ালস ম্যানেজমেন্ট অফিসার, প্রোগ্রামিং অফিসার এবং ট্রান্সপোর্ট অফিসারের শূন্য পদ ৭৮৫টি।  স্নাতক উত্তির্ণরা আবেদন করতে পারবেন গেট পরীক্ষার মাধ্যমে। আবেদন প্রক্রিয়া শেষ হবে ২৫ এপ্রিল, ২০১৯।

মহারাষ্ট্র পাবলিক সেক্টর এন্টারপ্রাইজ, তেল ও প্রাকৃতিক গ্যাস কর্পোরেশন (ওএনজিসি) E1 স্তরের জন্য ইঞ্জিনিয়ারিং ও জিও-সায়েন্স বিভাগে নিয়োগএকটি বিজ্ঞপ্তি জারি করেছে। আগ্রহী প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইট ongcindia.com এর মাধ্যমে আবেদন করতে পারেন।

আবেদন পর্ব শুরু হয়ে গিয়েছে। চলবে, ২৫ এপ্রিল পর্যন্ত। ডকুমেন্ট আপলোড এবং ইন্টারভিউ-এর চিঠি ডাউনলোডের সময় ৫ মে থেকে ২০ মে পর্যন্ত। নির্বাচিত প্রার্থীদের ইন্টারভিউ হবে ৬ জুন। একজন প্রার্থী তাঁর যোগ্যতা অনুযায়ী সর্বোচ্চ চারটি পোস্টের জন্য আবেদন করতে পারবেন।

শূন্যপদের বিস্তারিত:

মোট পদ – ৭৮৫
অসংরক্ষিত পদ – ৩৮৯
ওবিসি – ১৯০
এসসি – ১০১
এসটি – ৪৭
আর্থিকভাবে অনগ্রসর শ্রেণী – ৫৮

বয়সসীমা: ৩০ বছর। সংরক্ষিত আসনের প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সেরর উর্ধ্বসীমায় ছাড় পাবেন। 

আবেদনের ফি: রেজিস্ট্রেশন ফি বাবদ ৩৭০ টাকা দিতে হবে প্রার্থীদের। এসসি, এসটি, পিডাব্লুডি প্রার্থীদের কোনও রকম রেজিস্ট্রেশন ফি দিতে হবে না।

আরও পড়ুন: কেন্দ্রীয় সরকারের ৫০টি শূন্যপদে আবেদন করুন UPSC-র মাধ্যমে, জানুন বিস্তারিত

জেনে নিন কীভাবে আবেদন করবেন?

অফিসিয়াল ওয়েবসাইট এ যান।
ওয়াবসাইটটির হোমপেজে “careers” অপশনটিতে ক্লিক করুন
Careers অপশনের ‘recruitment notice’ এ ক্লিক করতে হবে
পরবর্তীতে “Online application process for recruitment Executives at E1 level through GATE-2019” লিঙ্কটি ক্লিক করুন
যে যে পদের জন্য আবেদন করতে চান সেখানে গিয়ে ‘apply online’এ ক্লিক করুন
ফর্ম পূরণ করে, নিজের ছবি আপলোড করুন
শেষে পেমেন্টের মাধ্যমে প্রক্রিয়াটি সম্পূর্ণ করুন

বিস্তারিত তথ্য জানতে দেখুন অফিশিয়াল ওয়েবসাইট – ongcindia.com

.