একাধিক শূন্যপদে নিয়োগ করবে ISRO, জেনে নিন আবেদনের বিস্তারিত

আগামী ১৩ সেপ্টেম্বর পর্যন্ত চলবে আবেদন প্রক্রিয়া। বিস্তারিত জানুন isro.gov.in থেকে। প্রার্থীদের লেখা পরীক্ষার পাশাপাশি স্কিল টেস্ট নেওয়া হবে।  

Updated By: Sep 7, 2019, 07:09 PM IST
একাধিক শূন্যপদে নিয়োগ করবে ISRO, জেনে নিন আবেদনের বিস্তারিত

নিজস্ব প্রতিবেদন: চাঁদের মাটিতে অবতরণ না করতে পারলেও মুখ থুবড়ে পড়েনি ভারতের চন্দ্রাভিযান, এমনটাই জানিয়েছেন ইসরোর বিজ্ঞানীরা। ইসরোর চন্দ্রযান-২-এর বিশাল কর্মযজ্ঞে সামিল গোটা দেশ। হাল ছাড়তে নারাজ সকলেই। এবার এই কর্মযজ্ঞে সামিল হতে পারেন আপনিও। অসংখ্য শূন্যপদে নিয়োগ করবে ইন্ডিয়ান স্পেস  রিসার্চ সেন্টার। জেনে নিন আবেদনের বিস্তারিত। আগামী ১৩ সেপ্টেম্বর পর্যন্ত চলবে আবেদন প্রক্রিয়া। বিস্তারিত জানুন isro.gov.in থেকে। প্রার্থীদের লেখা পরীক্ষার পাশাপাশি স্কিল টেস্ট নেওয়া হবে।  

শূন্যপদ: ৮৬

যোগ্যতা: প্রার্থীর সংশ্লিষ্ট বিষয়ে পড়াশোনা থাকা বাধ্যতামূলক। আইটিআই সার্টিফিকেট নিয়ে ন্যূনতম পাশ করতে হবে। 

বয়সসীমা: প্রার্থীর বয়সসীমা ১৮-৪০ বছর। সংরক্ষিত আসনের প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সসীমায় ছাড় পাবেন।  

আবেদন করবেন কীভাবে
Step 1: অফিসিয়াল ওয়েবসাইট isro.gov.in-এ ভিডিট করুন
Step 2: পেজে ‘careers’ লেখা  অপশনে ক্লিক করুন
Step 3: এবার একটি নতুন পেজ খুলবে। স্ক্রোল করুন। পেজের নিচে Human Space Flight Center (HSFC)-এর একটি লিঙ্ক পাবেন। 
Step 4: ‘apply online’ অপশনে ক্লিক করুন
Step 5: ফর্ম ফিলআপ করুন এবং ছবি আপলোড করুন 
Step 6: জমা দিন, আবেদন ফি জমা দিন

আবেদন ফি: প্রার্থীদের আবেদনের জন্য ২৫০ টাকা দিতে হবে। 

বেতনক্রম: টেকনিশিয়ান এবং ড্রাফটসম্যানদের মাসিক বেতন হবে ২১,৭০০টাকা। সঙ্গে ডিএ। পাশাপাশি টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টদের বেতন হবে ৪৪,৯০০ টাকা সঙ্গে ডিএ।

.