অনিরুদ্ধ চক্রবর্তী
অনিরুদ্ধ চক্রবর্তী ''আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১-এ ফেব্রুয়ারি, আমি কি ভুলতে পারি!''
এই লক্ষেই আজ থেকে শুরু পথচলা । বাংলার রাজনীতি, অর্থনীতি, সামাজিক অবস্থানকে বিশ্বের মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্যই ওয়েব যাত্রা। বাংলা সাহিত্য অনেকদিন আগেই বিশ্বের দরবারে একটা স্থান অধিকার করেছে। পঁথের পাঁচালির হাত ধরে বাংলা সিনেমা সেই পঞ্চাশের দশক থেকেই সারা পৃথিবীর মানুষের কাছে খুবই সমাদৃত। বিশ্বের যেকোনও প্রান্তে থাকা বাঙালির কাছে খুবই পরিচিত বাংলা গান। আজন্ম ইউরোপ বা আমেরিকাতে থাকা বাঙালিও খুব সহজেই শোনেন আধুনিক থেকে ভাটিয়ালি সুর । বাংলার চিত্রকলার ভাষা সম্বন্ধেও অবগত এই মানুষেরা । তথ্য প্রযুক্তিতে বিপ্লবের পর বিশ্বের যেকোনও প্রান্তে থাকা বাঙালির কাছেই তাঁর নিজস্ব সংস্কৃতি সম্বন্ধে খোঁজ খবর রাখা এখন আর কোনও শক্ত কাজ নয়।