Tab Scam: ট্যাবকান্ডে পরিবার চক্র! হঠাত্ই উচ্চবিত্তের মতো চালচলন হয়ে উঠেছিল গোপাল-বিশালদের

Tab Scam: বিশাল ঢালির বাড়ির ভাড়াটে বিশাখা সরকার বলেন, "রবিবার রাতে বিশালের বাবা-মা একটি ব্যাগ নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যান। তারা জানান কোন আত্মীয়র বাড়িতে যাচ্ছেন তারা  

Updated By: Nov 18, 2024, 03:37 PM IST
Tab Scam: ট্যাবকান্ডে পরিবার চক্র! হঠাত্ই উচ্চবিত্তের মতো চালচলন হয়ে উঠেছিল গোপাল-বিশালদের
ছবিতে-গোপালের মা

নারায়ণ সিংহ রায়: ট্যাব কান্ডে লালবাজারের গোয়েন্দা বিভাগের হাতে গ্রেফতার গোপাল রায়, বিশাল ঢালি ও দিবাকর দাস। রবিবার রাতে শিলিগুড়ির সেবক রোডের একটি মলের সামনে থেকে ৩ জনকে গ্রেফতার করে পুলিস। দিবাকর ,  গোপাল, বিশাল তিন জনই একই পরিবারের সদস্য। জানা গিয়েছে এই কান্ডের মাষ্টারমাইন্ড দিবাকর দাস ওরফে বিট্টু উত্তর দিনাজপুর জেলার দাসপাড়ার বাসিন্দা। দিবাকরের মাসির ছেলে বিশাল ঢালি । সে শিলিগুড়ির চম্পাশরীর বটতলার বাসিন্দা। অন্যদিকে বিশালের দিদিকে চলতি বছরের মার্চ মাসে বিয়ে করে গোপাল রায়। গোপাল রায় চম্পাশরীর পরিত্র নগরের বাসিন্দা। দিবাকর, গোপাল ও বিশাল তিন জন মিলেই এই কর্মকান্ড চালাচ্ছিল বলে অভিযোগ।

আরও পড়ুন-রাজ্যে একজন ফুলটাইম পুলিসমন্ত্রী চাই, অভিষেককে নিয়ে বিস্ফোরক হুমায়ুন কবীর

পরিবার সুত্রে খবর, রবিবার গোপাল রায় সস্ত্রীক বিশালের বাড়ি গিয়েছিল। সেখানেই উপস্থিত হয়েছিল দিবাকর৷ পুলিস সূত্রে খবর, রবিবার দুপুরের খাওয়া দাওয়া সেরে তাদের পাহাড়ের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা। সেই সময়ই সেবক রোড থেকে পুলিস তাদের গ্রেফতার করে। অন্যদিকে বিশাল ঢালির পরিবারের কেউই নেই বাড়িতে। গোপালের বাড়িতে রয়েছেন তার বৃদ্ধ বাবা মা।

বিশাল ঢালির বাড়ির ভাড়াটে বিশাখা সরকার বলেন, "রবিবার রাতে বিশালের বাবা-মা একটি ব্যাগ নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যান। তারা জানান কোন আত্মীয়র বাড়িতে যাচ্ছেন তারা। তবে সম্প্রতি তাদের চালচলনে বেশ পরিবর্তন এসেছিল। বাড়িতে আসছিল একের পর এক দামি গাড়ি।" আরেক ভাড়াটিয়া সঙ্গীতা দাস বলেন, "রবিবার বিশালের জামাইবাবু গোপাল ও তার স্ত্রী এসেছিল, দাসপাড়া থেকে এসেছিল বিশালের মাসতুতো ভাই দিবাকর। তারা একসাথে খাওয়া দাওয়া করে এবং বিকেল নাগাদ তিনজনই ঘুরতে যাওয়ার নাম করে বের হয়।"

অন্যদিকে, গোপালের মা যমুনা রায় বলেন, "আমরা এসব ঘটনার কিছুই জানি না। রবিবার বৌমাকে নিয়ে শ্বশুরবাড়ি গিয়েছিল। সেখানেই নাকি তাদের খাওয়া-দাওয়া নিমন্ত্রণ ছিল। রাতের বেলা আমার বৌমা আমাকে ফোন করে জানায় তারা কলকাতার উদ্দেশ্যে রওনা হয়েছে। জিজ্ঞেস করলে জানতে পারি লালবাজারে যাবে তারা। আজ সকালে থানায় যাওয়ার পর সব ঘটনা জানতে পারি। তবে এসবের আমরা কিছুই জানি না।"

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.