Kalna: জীবিত অবস্থায় মূর্তি বসলো অবসর প্রাপ্ত সেনার...

 Kalna: কালনার কোয়ালডাঙ্গা গ্রামের বাসিন্দা ও সন্তান প্রাক্তন সেনা কর্মী মেজর নরেশ দাস। তিনি প্রথম ১৯৮৪ সালে গোল্ডেন টেম্পল রক্ষার জন্যে যুদ্ধে অংশ নিয়েছিলেন। তারপর ১৯৮০ সালে শ্রীলঙ্কা যুদ্ধ এবং অন্যতম ঝুঁকিপূর্ণ কার্গিল যুদ্ধেও পাকিস্তানের মুখোমুখি লড়াই করেছিলেন মেজর নরেশ। 

Updated By: Nov 17, 2024, 07:15 PM IST
 Kalna: জীবিত অবস্থায় মূর্তি বসলো অবসর প্রাপ্ত সেনার...

সঞ্জয় রাজবংশী: মরণোত্তর শ্রদ্ধার মূর্তি নির্মাণ করে স্থাপনের ঘটনা খুব চেনা। কিন্তু কালনার কোয়ালডাঙ্গা গ্রামবাসীদের উদ্যোগে স্থাপন করা হল গ্রামেরই বাসিন্দা কার্গিল যোদ্ধা মেজর নরেশ দাসের আবক্ষ মূর্তি। কিন্তু তিনি এখনও জীবিত। রাজ্যের বিভিন্ন প্রান্তে মনীষী ও শহীদদের আবক্ষ মূর্তি স্থাপন করা হয়েছে বিভিন্ন প্রান্তে। কিন্তু এই বিষয় একেবারেই আলাদা।

আরও পড়ুন: Kalyan Banerjee: সব হাসপাতালে লাইভ স্ট্রিমিং হোক! ফের কল্যাণের নিশানায় জুনিয়র ডাক্তাররা...

কালনার কোয়ালডাঙ্গা গ্রামের বাসিন্দা ও সন্তান প্রাক্তন সেনা কর্মী মেজর নরেশ দাস। তিনি প্রথম ১৯৮৪ সালে গোল্ডেন টেম্পল রক্ষার জন্যে যুদ্ধে অংশ নিয়েছিলেন। তারপর ১৯৮০ সালে শ্রীলঙ্কা যুদ্ধ এবং অন্যতম ঝুঁকিপূর্ণ কার্গিল যুদ্ধেও পাকিস্তানের মুখোমুখি লড়াই করেছিলেন মেজর নরেশ। 

চোখের সামনে শহিদ হতে দেখে ছিলেন নিজের সাথীদের। ভয় না পেয়ে সাহসিকতার সঙ্গে পাকিস্তানকে পাল্টা জবাবও দিয়েছিলেন তিনি। অবশেষে সেনাবাহিনী থেকে অবসর নিয়ে বাড়ি ফিরে আসেন ৬২ বছর বয়সে। সৈন্য থেকে অবসর নিলেও নিজের লড়াই থামিয়ে রাখেননি তিনি। গ্রামের ও সাধারণ মানুষের জন্যে থ্যালাসেমিয়া, দুঃস্থ মানুষদের জন্য রক্তের ব্যবস্থা করে দেওয়ার কাজ চালিয়ে যান নরেশ বাবু। তাঁর এই সমাজ সেবার কাজের জন্যে গ্রামবাসীরা নিজেদের উদ্যোগেই গ্রামের প্রবেশ পথে তাঁর জীবদ্দশাতেই আবক্ষ মূর্তি উম্মোচিত করেন। এই মূর্তি মানুষকে ভালো ও সমাজের সেবার কাজে উৎসাহিত করবে বলে জানান, গ্রামবাসী এবং নরেশ বাবু।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.