ফের ইটাহার কলেজে অবস্থান-বিক্ষোভ টিএমসিপির

নতুন করে মেরিট লিস্টের দাবিতে ইটাহার মেঘনাদ সাহা কলেজে অবস্থান-বিক্ষোভ করল তৃণমূল ছাত্র পরিষদ। তার জেরেই আটকে যায় কলেজের ভর্তি প্রক্রিয়া। বৃহস্পতিবার অধ্যক্ষার সঙ্গে বৈঠকে বসেন অধ্যাপক-অধ্যাপিকারা।

Updated By: Jul 5, 2012, 11:22 PM IST

নতুন করে মেরিট লিস্টের দাবিতে ইটাহার মেঘনাদ সাহা কলেজে অবস্থান-বিক্ষোভ করল তৃণমূল ছাত্র পরিষদ। তার জেরেই আটকে যায় কলেজের ভর্তি প্রক্রিয়া। বৃহস্পতিবার অধ্যক্ষার সঙ্গে বৈঠকে বসেন অধ্যাপক-অধ্যাপিকারা। স্থানীয় বাসিন্দাদের জন্য ১০ শতাংশ আসন সংরক্ষণের সিদ্ধান্ত হয় বৈঠকে। বুধবারই তিরিশ শতাংশ আসন সংরক্ষণের দাবিতে অধ্যক্ষ-অধ্যাপিকাদের ঘেরাও করে তৃণমূল ছাত্র পরিষদ।
মেঘনাদ সাহা কলেজে তৃণমূল ছাত্র পরিষদের সমর্থকদের হাতে নিগৃহীত হলেন অধ্যক্ষা স্বপ্না মুখার্জি। আসন সংখ্যা বৃদ্ধির দাবিতেই প্রায় ১০ ঘণ্টা অধ্যক্ষা সহ অন্যান্য অধ্যাপিকাদের ঘেরাও করে রাখে টিএমসিপি সমর্থকরা। অবশেষে, পুলিস এসে ঘেরাও মুক্ত করে অধ্যক্ষাকে। তালা ঝুলিয়ে দেওয়া হয় স্বপ্নাদেবীর ঘরে। পরে বিকেল সাড়ে পাঁচটা নাগাদ ইটাহার থানার পুলিস এসে তালা খুলে অধ্যক্ষার সঙ্গে আলোচনায় বসে। আসেন বিডিও, আসেন ডিএসপি সদর, ডেপুটি ম্যাজিস্ট্রেট সৌর মণ্ডল। পুলিস এসে তালা খুললেও স্বপ্নাদেবীকে ফের ঘেরাও করে টিএমসিপি সমর্থকেরা। প্রায় ৯ ঘণ্টা পর ঘেরাও তুলে নেওয়া হয়। টিএমসিপি-র দাবি, মেধার ওপর ভিত্তি করে ছাত্রছাত্রীদের যে তালিকা প্রকাশ করা হয়েছিল তাতে ভুল ছিল। তাছাড়া আগামিকাল থেকে কাউন্সেলিং শুরু হওয়ার কথা থাকলেও অনেক ছাত্রছাত্রীই তা জানেন না। তাদের দাবি বন্ধ রাখতে হবে কাউন্সেলিং। সেই সঙ্গেই বাড়াতে হবে আসন সংখ্যাও।

Tags:
.