শালবনিতে কমিশনের কর্মীদের হেনস্থায় গ্রেফতার তৃণমূল সমর্থক
শালবনিতে নির্বাচন কমিশনের কর্মীদের হেনস্থার ঘটনায় গ্রেফতার করা হল অরুণ মাহাতো নামে এক তৃণমূল সমর্থক। জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে আরও দুই তৃণমূল সমর্থককে। জেলাশাসকের তরফে গোটা ঘটনার রিপোর্ট পাঠানো হল নির্বাচন কমিশনের কাছে।
শালবনিতে নির্বাচন কমিশনের কর্মীদের হেনস্থার ঘটনায় গ্রেফতার করা হল অরুণ মাহাতো নামে এক তৃণমূল সমর্থক। জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে আরও দুই তৃণমূল সমর্থককে। জেলাশাসকের তরফে গোটা ঘটনার রিপোর্ট পাঠানো হল নির্বাচন কমিশনের কাছে।
গতকাল পশ্চিম মেদিনীপুরের কলসিভাঙা গ্রামের নজরআলি চকে নির্বাচন কমিশনের কর্মীদের ওপর হামলা চালানো হয়। কমিশনের গাড়ি ভাঙচুরের পাশাপাশি মারধর করা হয় কমিশনের কর্মীদেরও। এরপরই জেলাশাসকের কাছে ঘটনার রিপোর্ট তলব করে নির্বাচন কমিশন।
এদিকে, ডিওয়াইএফআই কর্মী প্রহ্লাদ রায় খুনের পর থমথমে চন্দ্রকোনার দুলেপাড়া। আজ বিকেলে ঘাটালে মৃত প্রহ্লাদ রায়ের দেহ নিয়ে মৌন মিছিল করবে সিপিআইএম।