বাবাকে গুলি করে চম্পট দিল ছেলে
বাবাকে গুলি করে চম্পট দিল ছেলে। ঘটনাটি ঘটেছে আসানসোলের রানিগঞ্জে। আশঙ্কাজনক অবস্থায় দুর্গাপুরের বিবেকানন্দ হাসপাতালে ভর্তি করা হয়েছে বাবাকে। পুলিস ঘটনার তদন্তে নামলেও, এখনও পর্যন্ত অভিযুক্তকে গ্রেফতার করা সম্ভব হয়নি। চলছে তল্লাশি।
![বাবাকে গুলি করে চম্পট দিল ছেলে বাবাকে গুলি করে চম্পট দিল ছেলে](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2017/02/19/78994-dfkdfkkfdkjfkdkfdf.jpg)
ওয়েব ডেস্ক : বাবাকে গুলি করে চম্পট দিল ছেলে। ঘটনাটি ঘটেছে আসানসোলের রানিগঞ্জে। আশঙ্কাজনক অবস্থায় দুর্গাপুরের বিবেকানন্দ হাসপাতালে ভর্তি করা হয়েছে বাবাকে। পুলিস ঘটনার তদন্তে নামলেও, এখনও পর্যন্ত অভিযুক্তকে গ্রেফতার করা সম্ভব হয়নি। চলছে তল্লাশি।
আরও পড়ুন- অফিসের ভিতর পৌর কর্মীকে নগ্ন করে মারধরের অভিযোগ
জানা গেছে, কোনও একটি বিষয় নিয়ে বাবা ও ছেলের মধ্যে বচসা দেখা দেয়। তারপরই গুলি চালায় ছেলে। পরিস্থিতি বেগতিক দেখেই ঘটনার পর সেখানে থেকে চম্পট দেয় সে। খবর পেয়ে সেখানে আসে পুলিস। প্রৌঢ়কে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আজ অপারেশন করে তাঁর শরীর থেকে গুলি বের করা হবে বলে জানিয়েছেন চিকিত্সকরা। অভিযুক্ত ছেলের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিস। কিন্তু কেন গুলি ? কারণ এখনও স্পষ্ট নয়।