নিরাপত্তারক্ষীদের বাথরুমে আটকে রেখে পেট্রল পাম্পে অবাধে লুঠ
নিরাপত্তারক্ষীদের বাথরুমে আটকে রেখে পেট্রল পাম্পে অবাধে লুঠপাট চালাল একদল দুষ্কৃতী। গতরাতে ঘটনাটি ঘটে দুর্গাপুর নিউ টাউনশিপ থানা এলাকার বিধাননগরে। রাত এগারোটা নাগাদ জল খাওয়ার নাম করে পেট্রল পাম্পে ঢোকে পাঁচ দুষ্কৃতী। উদ্দেশ্যে ছিল রেইকি করা। এরপর রাত দেড়টা নাগাদ সশস্ত্র হানা। নিরাপত্তারক্ষীদের মারধর করে বাথরুমে ঢুকিয়ে দেয় দুষ্কৃতীরা।
![নিরাপত্তারক্ষীদের বাথরুমে আটকে রেখে পেট্রল পাম্পে অবাধে লুঠ নিরাপত্তারক্ষীদের বাথরুমে আটকে রেখে পেট্রল পাম্পে অবাধে লুঠ](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2015/11/18/45273-2petrolpump.jpg)
ওয়েব ডেস্ক: নিরাপত্তারক্ষীদের বাথরুমে আটকে রেখে পেট্রল পাম্পে অবাধে লুঠপাট চালাল একদল দুষ্কৃতী। গতরাতে ঘটনাটি ঘটে দুর্গাপুর নিউ টাউনশিপ থানা এলাকার বিধাননগরে। রাত এগারোটা নাগাদ জল খাওয়ার নাম করে পেট্রল পাম্পে ঢোকে পাঁচ দুষ্কৃতী। উদ্দেশ্যে ছিল রেইকি করা। এরপর রাত দেড়টা নাগাদ সশস্ত্র হানা। নিরাপত্তারক্ষীদের মারধর করে বাথরুমে ঢুকিয়ে দেয় দুষ্কৃতীরা।
অফিসে ঢুকে ক্যাশবাক্সের তালা ভেঙে প্রায় দেড় লক্ষ টাকা লুঠ করা হয় বলে অভিযোগ। পরে পুলিস গিয়ে নিরাপত্তারক্ষীদের উদ্ধার করে। এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। ঘটনার তদন্ত করছে পুলিস।