পাঁশকুড়ায় গোষ্ঠীদ্বন্দ্ব থামাতে গিয়ে আক্রান্ত পুলিস

তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব থামাতে গিয়ে আক্রান্ত হল পুলিস। ভাঙচুর হয়েছে পুলিসের গাড়ি। ঘটনাটি ঘটেছে পাঁশকুড়ার নারায়ন-পাকুড়িয়া-মুরাইলে। দলীয় কার্যালয়ের দখল নিয়ে সংঘর্ষে জড়ায় তৃণমূলের দুই গোষ্ঠী। অভিযুক্তদের গ্রেফতার করলে তৃণমূলের একাংশের বাধার মুখে পড়ে পুলিস। চলে ব্যাপক বিক্ষোভ-ভাঙচুর। পরিস্থিতি সামলাতে লাঠিচার্জ করে পুলিস।

Updated By: Jul 31, 2014, 10:07 PM IST

পাঁশকুড়া: তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব থামাতে গিয়ে আক্রান্ত হল পুলিস। ভাঙচুর হয়েছে পুলিসের গাড়ি। ঘটনাটি ঘটেছে পাঁশকুড়ার নারায়ন-পাকুড়িয়া-মুরাইলে। দলীয় কার্যালয়ের দখল নিয়ে সংঘর্ষে জড়ায় তৃণমূলের দুই গোষ্ঠী। অভিযুক্তদের গ্রেফতার করলে তৃণমূলের একাংশের বাধার মুখে পড়ে পুলিস। চলে ব্যাপক বিক্ষোভ-ভাঙচুর। পরিস্থিতি সামলাতে লাঠিচার্জ করে পুলিস।

 এই বাড়ি ঘিরেই যাবতীয় গণ্ডগোল।  নারায়ন-পাকুড়িয়া-মুরাইলের বাসিন্দা নূর মহম্মদ গায়েন জমি সহ অ্যাসবেস্টসের ছাউনি দেওয়া ছোট্ট ঘরটি কিনেছিলেন। কিন্তু থাকা আর হয়নি।  জবরদখল করে গড়ে তোলা দলীয় কার্যালয়ের দখল নিয়েই বৃহস্পতিবার প্রথমে বচসা-তারপর সংঘর্ষে জড়ায় তৃণমূলের দুই গোষ্ঠী। ভাঙচুর হয় বাড়িঘর। বেশ কয়েকটি মোটরবাইক এবং গাড়িও ভাঙচুর করা হয়। পুলিস ঘটনাস্থলে পৌছে জইদুল খান গোষ্ঠীর বেশ কয়েকজনকে গ্রেফতারের পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, বাধার মুখে পড়তে হয় পুলিসকে। ভাঙচুর হয় পুলিসের গাড়িও।

পরিস্থিতি সামলাতে লাঠিচার্জ করে পুলিস। এতে আহত হন বেশ কয়েকজন মহিলাও।  ঘটনার জেরে গোটা এলাকা এখনও থমথমে। বসানো হয়েছে পুলিস পিকেট।

 

.