সকাল সকাল ট্রেনের টিকিট কাউন্টারে হাজির হনুমান, কী হল তারপর?
সকাল সকাল টিকিট কাউন্টারে হানা। আঁচড়ে-কামড়ে মানুষজনকে অস্থির করে তুলল হনুমান। মুহুর্তে কাউন্টার ভোঁ ভাঁ। তটস্থ কাউন্টারের কর্মীরাও। হনুর উত্পাতে পুজোয় বেড়ানোর দফারফা।
দিনভর টানাটান উত্তেজনা হুগলির বলরামবাটী স্টেশন। পুজোর ছুটিতে ফ্যামিলি ট্রিপ সারতে হলে আগেভাগেই সেরে ফেলতে হবে ট্রেনের বুকিং। সাতপাঁচ ভেবেই তাই সক্কাল থেকে টিকিটের লাইনে ঠায় দাঁড়ানো লোকজন। কিন্তু প্রায় শুরুতেই বেধে গেল গণ্ডগোল। চারিদিকে পালাও পালাও রব।
বুধবার সকাল থেকে এভাবেই হাওড়া-বর্ধমান শাখার বলরামবাটি স্টেশনের টিকিট কাউন্টার চলে যায় হনুমানের দখলে। তবে কাউন্টার দখল করেই ক্ষান্ত দেয়নি হনুমান। টিকিট কাটতে আসা লোকজনকে রীতিমতো কামড়ে- খিমচে অস্থির করে তোলে সে। আর তাতেই প্রথমে পরিত্রাহি চিত্কার। তারপর এলাকা ভোঁ ভাঁ। দিনভর কাউন্টার রইলো শুনশান। আতঙ্কে কাউন্টারের মধ্যেই বন্দি রইলেন কর্মীরা। শেষপর্যন্ত হনুমানকে ফাঁদে ফেলতে আসরে নামের বনকর্মীরা। তবে পাতা ফাঁদ সুকৌশলে এড়িয়ে পগার পার হয় শ্রীহনুমান। এহেন কাণ্ডে বেড়ানোর টিকিট কাটা মাথায় উঠল অনেকেরই।