ধর্ষণে বাধা দেওয়ায় ট্রেন থেকে ফেলে দেওয়া হল তরুণীকে
ধর্ষণে বাধা দেওয়ায় ট্রেন থেকে ফেলে দেওয়া হল তরুণীকে। রাতের বসিরহাট লোকালে শিয়ালদহ ফেরার পথে ঘটনা। অভিযোগ, ফাঁকা কামরায় তরুণীকে দুজন কুপ্রস্তাব দেয়, ধর্ষণের চেষ্টা করে। বাধায় দেওয়ায় চলন্ত ট্রেন থেকে তাকে ফেলে দেওয়া হয়। হাড়োয়া ও ভাসিলা স্টেশনের মাঝে গতকাল রাতে এই ঘটনা ঘটে।
![ধর্ষণে বাধা দেওয়ায় ট্রেন থেকে ফেলে দেওয়া হল তরুণীকে ধর্ষণে বাধা দেওয়ায় ট্রেন থেকে ফেলে দেওয়া হল তরুণীকে](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2017/01/24/76993-train-24-1-17.jpg)
ওয়েব ডেস্ক: ধর্ষণে বাধা দেওয়ায় ট্রেন থেকে ফেলে দেওয়া হল তরুণীকে। রাতের বসিরহাট লোকালে শিয়ালদহ ফেরার পথে ঘটনা। অভিযোগ, ফাঁকা কামরায় তরুণীকে দুজন কুপ্রস্তাব দেয়, ধর্ষণের চেষ্টা করে। বাধায় দেওয়ায় চলন্ত ট্রেন থেকে তাকে ফেলে দেওয়া হয়। হাড়োয়া ও ভাসিলা স্টেশনের মাঝে গতকাল রাতে এই ঘটনা ঘটে।
আরও পড়ুন
রাতভর অচৈতন্য অবস্থায় লাইনের ধারে পড়ে ছিলেন ওই তরুণী। সকালে দুই এলাকাবাসী দেখতে পেয়ে তাঁকে উদ্ধার করেন। গুরুতর জখম অবস্থায় তরুণীকে বারাসত হাসপাতালে ভর্তি করা হয়েছে। মেয়েটির মাথায় ও পায়ে গুরুতর চোট রয়েছে। তরুণীর বাড়ি দক্ষিণ ২৪ পরগণার মথুরাপুরে। আয়ার কাজের সন্ধানে বসিরহাট এসেছিলেন ওই তরুণী।