শাসকদলের নেতাদের খুন করে জঙ্গলমহলে প্রাসঙ্গিক হতে চাইছে মাওবাদীরা, উদ্ধার হওয়া নথি থেকে মিলল চাঞ্চল্যকর তথ্য

শাসকদলের নেতাদের খুন করেই জঙ্গলমহলে প্রাসঙ্গিক হতে চাইছে মাওবাদীরা। রয়েছে পুলিসের ওপর হামলার পরিকল্পনাও। বাংলা-ঝাড়খণ্ড সীমানায় ঘাটশিলার টেকরি ফরেস্টে উদ্ধার নথিপত্র থেকে মিলেছে এমনই তথ্য। বৃহস্পতিবার সেখানে নিরাপত্তারক্ষীদের সঙ্গে সংঘর্ষ হয় মাওবাদীদের। মাওবাদীরা পিছু হঠলে উদ্ধার হয় বাংলা ও হিন্দিকে লেখা প্রচুর নথিপত্র। যা পড়ে বোঝা যায়, লালগড় ও বেলপাহাড়ি এলাকায় পঞ্চায়েত স্তরের বেশ কয়েকজন তৃণমূল নেতা রয়েছেন মাওবাদী নিশানায়।জঙ্গলমহলে ঝিমিয়ে পড়া স্লিপিং সেলগুলিকে ফের চাঙ্গা করতে পুলিসের ওপর হামলার পরিকল্পনাও রয়েছে। গোয়েন্দা সূত্রে খবর, জঙ্গলমহলে সংগঠন তৈরির দায়িত্ব এবার দেওয়া হয়েছে মাওবাদী অ্যাকশন স্কোয়াড কমান্ডার রঞ্জিত পাল ওরফে রাহুলকে। 

Updated By: Sep 18, 2015, 07:47 PM IST
শাসকদলের নেতাদের খুন করে জঙ্গলমহলে প্রাসঙ্গিক হতে চাইছে মাওবাদীরা, উদ্ধার হওয়া নথি থেকে মিলল চাঞ্চল্যকর তথ্য

ব্যুরো: শাসকদলের নেতাদের খুন করেই জঙ্গলমহলে প্রাসঙ্গিক হতে চাইছে মাওবাদীরা। রয়েছে পুলিসের ওপর হামলার পরিকল্পনাও। বাংলা-ঝাড়খণ্ড সীমানায় ঘাটশিলার টেকরি ফরেস্টে উদ্ধার নথিপত্র থেকে মিলেছে এমনই তথ্য। বৃহস্পতিবার সেখানে নিরাপত্তারক্ষীদের সঙ্গে সংঘর্ষ হয় মাওবাদীদের। মাওবাদীরা পিছু হঠলে উদ্ধার হয় বাংলা ও হিন্দিকে লেখা প্রচুর নথিপত্র। যা পড়ে বোঝা যায়, লালগড় ও বেলপাহাড়ি এলাকায় পঞ্চায়েত স্তরের বেশ কয়েকজন তৃণমূল নেতা রয়েছেন মাওবাদী নিশানায়।জঙ্গলমহলে ঝিমিয়ে পড়া স্লিপিং সেলগুলিকে ফের চাঙ্গা করতে পুলিসের ওপর হামলার পরিকল্পনাও রয়েছে। গোয়েন্দা সূত্রে খবর, জঙ্গলমহলে সংগঠন তৈরির দায়িত্ব এবার দেওয়া হয়েছে মাওবাদী অ্যাকশন স্কোয়াড কমান্ডার রঞ্জিত পাল ওরফে রাহুলকে। 

.