দেওয়াল দখলদারির বিবাদে গুলি চলল মালদহে, গুলিবিদ্ধ ৩, ধৃত ২
দেওয়াল দখলকে কেন্দ্র করে গুলি চলল মালদহের কালিয়াচকে। অভিযোগ, কালিয়াচকের বাবলা গ্রামে একটি বাড়িতে দেওয়াল লিখন নিয়ে বচসা বাধে কংগ্রেস ও তৃণমূল সমর্থকদের মধ্যে। কংগ্রেসের দাবি, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাদের কর্মীদের লক্ষ্য করে গুলি চালায়।
দেওয়াল দখলকে কেন্দ্র করে গুলি চলল মালদহের কালিয়াচকে। অভিযোগ, কালিয়াচকের বাবলা গ্রামে একটি বাড়িতে দেওয়াল লিখন নিয়ে বচসা বাধে কংগ্রেস ও তৃণমূল সমর্থকদের মধ্যে। কংগ্রেসের দাবি, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাদের কর্মীদের লক্ষ্য করে গুলি চালায়।
দেওয়াল লিখনকে কেন্দ্র করে রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত হল মালদহের কালিয়াচকের বাবলাগ্রাম। চলল গুলিও। অভিযোগ, আজ সকালে দেওয়াল লিখতে গেলে বচসা বাধে কংগ্রেস ও তৃণমূল সমর্থকদের। অভিযোগ, এই সময় সাহেব নামে এক তৃণমূল কর্মী প্রথমে গুলি চালান।
এরপরই রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা। গুলিবিদ্ধ তিনজনকে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিশাল পুলিস বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌছন অতিরিক্ত পুলিস সুপার। সাহেবের গ্রেফতারের দাবিতে বাবসাগ্রামে তৃণমূলের কার্যালায় গিরে রেখেছেন কংগ্রেস কর্মীরা। সাহেব তৃণমূলের টিকিটে পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল।