বর্ধমানের পন্ডালি গ্রামে মহিলার মৃত্যু ঘিরে হঠাত্ই রহস্য
বর্ধমানের পন্ডালি গ্রামে মহিলার মৃত্যু ঘিরে হঠাত্ই রহস্য দানা বেঁধেছে। ঘটনা সোমবারের। গতকাল রাত সাড়ে আটটা নগাদ অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার হয় মহিলার দেহ। পাড়া প্রতিবেশীরাই মহিলার দেহ দেখতে পান। তারপর তাঁরা খবর দেন পুলিশে। বুদবুদ থানার পুলিস ঘটনাস্থলে এসে ওই মহিলার দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। তবে কী কারণে মহিলার মৃত্যু হল তা খতিয়ে দেখছে পুলিস। প্রাথমিক তদন্তে পুলিসের অনুমান আত্মহত্যাই করেছেন মহিলা। যদিও এখনও কোনও সিদ্ধান্তে আসেনি পুলিশ। তাই তদন্ত চলছে। তবেই সিদ্ধান্ত বা সঠিক কারণ জানাবেন তাঁরা।
![বর্ধমানের পন্ডালি গ্রামে মহিলার মৃত্যু ঘিরে হঠাত্ই রহস্য বর্ধমানের পন্ডালি গ্রামে মহিলার মৃত্যু ঘিরে হঠাত্ই রহস্য](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2016/05/31/56518-mahilamrityu31-5-16.jpg)
ওয়েব ডেস্ক: বর্ধমানের পন্ডালি গ্রামে মহিলার মৃত্যু ঘিরে হঠাত্ই রহস্য দানা বেঁধেছে। ঘটনা সোমবারের। গতকাল রাত সাড়ে আটটা নগাদ অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার হয় মহিলার দেহ। পাড়া প্রতিবেশীরাই মহিলার দেহ দেখতে পান। তারপর তাঁরা খবর দেন পুলিশে। বুদবুদ থানার পুলিস ঘটনাস্থলে এসে ওই মহিলার দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। তবে কী কারণে মহিলার মৃত্যু হল তা খতিয়ে দেখছে পুলিস। প্রাথমিক তদন্তে পুলিসের অনুমান আত্মহত্যাই করেছেন মহিলা। যদিও এখনও কোনও সিদ্ধান্তে আসেনি পুলিশ। তাই তদন্ত চলছে। তবেই সিদ্ধান্ত বা সঠিক কারণ জানাবেন তাঁরা।