নতুন লড়াইয়ের শক্তি নিয়ে ঘরে ফিরল কামদুনি
নতুন করে লড়াই শুরু হল। রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে নতুন করে লড়াইয়ের শক্তি পেল কামদুনি। দিল্লি থেকে ফিরে বললেন কামদুনির বাসিন্দারা। সেইসঙ্গে জানালেন আন্দোলন আরও বড় হবে। সিবিআই তদন্তের দাবিতে প্রয়োজনে অনশনেও বসবেন তাঁরা।
নতুন করে লড়াই শুরু হল। রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে নতুন করে লড়াইয়ের শক্তি পেল কামদুনি। দিল্লি থেকে ফিরে বললেন কামদুনির বাসিন্দারা। সেইসঙ্গে জানালেন আন্দোলন আরও বড় হবে। সিবিআই তদন্তের দাবিতে প্রয়োজনে অনশনেও বসবেন তাঁরা।
কামদুনির বাসিন্দারা জানিয়েছেন, এতদিন গোটা রাজ্য তাঁদের সঙ্গে ছিল। এখন মনে হচ্ছে গোটা দেশও কামদুনির সঙ্গে রয়েছে।
গতকাল কামদুনিকাণ্ডে সিবিআই তদন্তের দাবি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছিলেন রাষ্ট্রপতি। কামদুনির গ্রামবাসীদের রাষ্ট্রপতি জানিয়েছেন, প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলবেন তিনি। টুম্পা, মৌসুমির নিরাপত্তার প্রশ্নে পাশে থাকার আশ্বাস দিয়েছেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। রাষ্ট্রপতির সঙ্গে কথা বলে খুশি কামদুনির প্রতিনিধিরা।
১১ দফা দাবি নিয়ে সোমবার বেলা ১২টায় রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেন কামদুনির প্রতিনিধিরা। ১টা পর্যন্ত রাইসিনা হিলে ছিলেন তাঁরা।
অন্যদিকে কামদুনি আন্দোলনকে সমর্থনের `শাস্তি` পেলেন দিল্লির এক বাঙালি শিক্ষক। শনিবার রাতে দিল্লিবাসী শিক্ষকের কাঁথির বাড়িতে হামলা চালানো হয়। ওই শিক্ষকের নাম ফাল্গুনী সামন্ত।