হাওড়ায় মদ্যপদের তাণ্ডবে আহত এক তরুণী

রং খেলার সময় মদ্যপদের তাণ্ডব। হাওড়ার কাসুন্দিয়া রোডে রঙ খেলার সময় এক তরুণীকে লক্ষ্য করে কিছু মদ্যপ ব্যক্তি কটূক্তি করতে থাকে বলে অভিযোগ। তরুণীর সঙ্গে থাকা এক যুবক ঘটনার প্রতিবাদ করলে তাকে মদ্যপ ব্যক্তিরা মারধর করে। বাধা দিতে গেলে তরুণীকেও রাস্তায় ফেলে মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় ওই তরুণীকে বেসরকারি হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে।

Updated By: Mar 9, 2012, 09:38 AM IST

রং খেলার সময় মদ্যপদের তাণ্ডব। হাওড়ার কাসুন্দিয়া রোডে রঙ খেলার সময় এক তরুণীকে লক্ষ্য করে কিছু মদ্যপ ব্যক্তি কটূক্তি করতে থাকে বলে অভিযোগ। তরুণীর সঙ্গে থাকা এক যুবক ঘটনার প্রতিবাদ করলে তাকে মদ্যপ ব্যক্তিরা মারধর করে। বাধা দিতে গেলে তরুণীকেও রাস্তায় ফেলে মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় ওই তরুণীকে বেসরকারি হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে কয়েকজন বন্ধুর সঙ্গে রঙ খেলছিলেন বছর কুড়ির সুস্মিতা বাগ। সেই সময় সুস্মিতাকে উদ্দেশ্য করে এলাকারই কয়েকজন মদ্যপ ব্যক্তি আশালীন কটূক্তি করতে থাকে। সুস্মিতার সঙ্গে থাকা অভিজিত ভদ্র নামে এক যুবক এই ঘটনার প্রতিবাদ করেন। প্রতিবাদ করায় মদ্যপ ব্যক্তিরা ওই যুবককে মারধর শুরু করে বলে অভিযোগ। এরপর ওই তরুণী আক্রান্ত যুবককে বাঁচাতে গেলে তাঁকেও মারধর করে মদ্যপ যুবকরা। 
ঘটনায় পুলিসি নিষ্ক্রিয়তার অভিযোগ এনেছেন তরুণীর পরিবার।
গুরুতর আহত ওই তরুণীকে বেসরকারি হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে। তরুণীর পরিবারের অভিযোগ ঘটনার পর থেকেই তাদের কাছে হুমকি ফোন আসা শুরু হয়েছে। পুলিস মদ্যপ ব্যক্তিদের বিরুদ্ধেও কোনও ব্যবস্থা নেয়নি বলেও অভিযোগ জানিয়েছেন তাঁরা।

.