মঞ্জুলে চলছে বিবেচনা, এখনই হচ্ছে না 'ঘর ওয়াপসি'

এখনই তৃণমূলে ফেরানো হচ্ছে না মঞ্জুলকৃষ্ণ ঠাকুরকে। আজ বিধানসভায় একথা জানিয়েছেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। তিনি জানান, তৃণমূল ছাড়ার পর দলত্যাগ বিরোধী আইনে অভিযোগ আনা হয়েছিল স্পিকারের কাছে। বিষয়টি এখনও স্পিকারের বিবেচনাধীন বলে জানিয়েছেন তৃণমূলের মহাসচিব। একইসঙ্গে তাঁর বক্তব্য, দল ছাড়ার আগে সবারই ভেবে দেখা উচিত। কিছুদিন আগেই তৃণমূলের ফেরার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়োর কাছে চিঠি লিখে আর্জি জানিয়েছিলেন মঞ্জুলকৃষ্ণ ঠাকুর। তবে তাঁর দলে ফেরার পথে বাধা হয়ে দাঁড়ায় মা বীণাপানি দেবীর চিঠি। তৃণমূল সূত্রে খবর, মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখে  মঞ্জুলকে দলে না নেওয়ার অনুরোধ করেন তিনি।

Updated By: May 19, 2015, 08:41 PM IST
মঞ্জুলে চলছে বিবেচনা, এখনই হচ্ছে না 'ঘর ওয়াপসি'

ব্যুরো: এখনই তৃণমূলে ফেরানো হচ্ছে না মঞ্জুলকৃষ্ণ ঠাকুরকে। আজ বিধানসভায় একথা জানিয়েছেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। তিনি জানান, তৃণমূল ছাড়ার পর দলত্যাগ বিরোধী আইনে অভিযোগ আনা হয়েছিল স্পিকারের কাছে। বিষয়টি এখনও স্পিকারের বিবেচনাধীন বলে জানিয়েছেন তৃণমূলের মহাসচিব। একইসঙ্গে তাঁর বক্তব্য, দল ছাড়ার আগে সবারই ভেবে দেখা উচিত। কিছুদিন আগেই তৃণমূলের ফেরার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়োর কাছে চিঠি লিখে আর্জি জানিয়েছিলেন মঞ্জুলকৃষ্ণ ঠাকুর। তবে তাঁর দলে ফেরার পথে বাধা হয়ে দাঁড়ায় মা বীণাপানি দেবীর চিঠি। তৃণমূল সূত্রে খবর, মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখে  মঞ্জুলকে দলে না নেওয়ার অনুরোধ করেন তিনি।

.