এই ঘটনা রাজ্যের ইতিহাসে এই প্রথম!
শপথ নিয়েই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সুখবর শোনাল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। পে কমিশন না বসলেও সরকারি কর্মী এবং পেনশনারদের জন্য ইন্টারিম রিলিফ ঘোষণা করল সরকার। এবার থেকে পে ব্যান্ডের উপর আরও দশ শতাংশ বাড়তি বেতন পাবেন তাঁরা।
![এই ঘটনা রাজ্যের ইতিহাসে এই প্রথম! এই ঘটনা রাজ্যের ইতিহাসে এই প্রথম!](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2016/05/27/56282-history.jpg)
ওয়ব ডেস্ক: শপথ নিয়েই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সুখবর শোনাল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। পে কমিশন না বসলেও সরকারি কর্মী এবং পেনশনারদের জন্য ইন্টারিম রিলিফ ঘোষণা করল সরকার। এবার থেকে পে ব্যান্ডের উপর আরও দশ শতাংশ বাড়তি বেতন পাবেন তাঁরা।
পয়লা জুলাই থেকেই এই নতুন হারে বেতন দেওয়া হবে। এই প্রথম এই ভাবে রাজ্যসরকারি কর্মীদের বেতন বাড়াল রাজ্য সরকার। এজন্য বাড়তি তিনশ কোটি টাকা খরচ হচ্ছে রাজ্যের।
সরকারি কর্মী ও পেনশনারদের বহুদিনের দাবি ছিল এটি। আসলে কেন্দ্রীয় সরকারের থেকে রাজ্য সরকারের দেয় ডি.এ.-র ঘাটতি অনেকটাই বেড়ে গেছে। ফলে, সরকারি কর্মীদের মনে এই নিয়ে অসন্তোষ দানা বাঁধছিল যা নিয়ে ভোটের আগে বেশ কিছুটা আশঙ্কায় ছিল তৃণমূল কংগ্রেস। কিন্তু সেসব আশঙ্কা ভেসে যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসের বিপুল জয়ে।
আর মন্ত্রীসভার শপথের ঠিক পরই এই ঘোষণায় আশা করা যায় কিছুটা খুশি হবেন সরকারি কর্মী ও পেনশনাররা।