দেশের প্রথম ফিশ হাসপাতাল তৈরি হচ্ছে রাজ্যের চকগড়িয়ায়
Updated By: Oct 31, 2014, 09:44 AM IST
ঝাঁ চকচকে হাসপাতাল। থাকবে সবরকম আধুনিক চিকিত্সা ব্যবস্থাও। তবে মানুষের জন্য নয়। এই হাসপাতাল শুধুমাত্র মাছেদের জন্য। রাজ্য সরকারের উদ্যোগে দক্ষিণ চব্বিশ পরগনার চকগড়িয়ায় তৈরি হচ্ছে দেশের প্রথম মাছেদের হাসপাতাল।
মাছ চাষীদের জন্য সুখবর। চকগড়িয়ায় পশ্চিমবঙ্গ প্রাণী ও মত্স্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয় লাগোয়া ১০ একর জমিতে তৈরি হচ্ছে মাছেদের হাসপাতাল। প্রায়ই দেখা যায় ভেড়িতে একটি মাছের রোগ হলে তা দ্রুত ছড়িয়ে পড়ে অন্য মাছেদের মধ্যেও। ফলে নষ্ট হয় প্রচুর টাকার মাছ। এখন কোন মাছের রোগ ধরা পড়লেই মাছ চাষীরা মাছটিকে নিয়ে আসতে পারবেন এই হাসপাতালে।
হাসপাতালে নিয়ে আসার পর পরীক্ষার জন্য মাছগুলিকে নিয়ে যাওয়া হবে ল্যাবে। রোগ নির্ণয়ের পর ওষুধ দিয়ে সুস্থ করে তোলা হবে তাদের।
গদাধর দাস, আধিকারিক,পশ্চিমবঙ্গ প্রাণী ও মত্স্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয়