৫ পুলিস সুপার ও ১ জেলা শাসককে বদলির নির্দেশ কমিশনের, মমতা বললেন `মানছি না`

রাজ্যের পাঁচ জেলার পুলিস সুপার এবং এক জেলার জেলাশাসক বদলির নির্দেশ দিল নির্বাচন কমিশন। মালদা, বীরভূম, বর্ধমান, মুর্শিদাবাদ এবং পশ্চিম মেদিনীপুরের পুলিস সুপারকে বদলির নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। বদলির নির্দেশ দেওয়া হয়েছে উত্তর চব্বিশ পরগনার জেলাশাসককে।উত্তর চব্বিশ পরগনার জেলাশাসকের দায়িত্ব পাচ্ছেন ওঙ্কার সিং মিনা। এতদিন ওই দায়িত্বে ছিলেন সঞ্জয় বনশল।

Updated By: Apr 7, 2014, 05:35 PM IST

রাজ্যের পাঁচ জেলার পুলিস সুপার এবং এক জেলার জেলাশাসক বদলির নির্দেশ দিল নির্বাচন কমিশন। মালদা, বীরভূম, বর্ধমান, মুর্শিদাবাদ এবং পশ্চিম মেদিনীপুরের পুলিস সুপারকে বদলির নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। বদলির নির্দেশ দেওয়া হয়েছে উত্তর চব্বিশ পরগনার জেলাশাসককে।উত্তর চব্বিশ পরগনার জেলাশাসকের দায়িত্ব পাচ্ছেন ওঙ্কার সিং মিনা। এতদিন ওই দায়িত্বে ছিলেন সঞ্জয় বনশল।

পাঁচ জেলার পুলিস সুপার এবং এক জেলার জেলাশাসককে বদলির সিদ্ধান্তের বিরোধিতা করে, জামালপুরের সভায় নির্বাচন কমিশনের বিরুদ্ধে খোলাখুলি তোপ দাগলেন মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, নির্বাচনকমিশন কংগ্রেস, বিজেপি ও সিপিআইএমের দালালে পরিণত হয়েছে। এসপি এবং ডিএমদের বদলি মানবেন না বলেও মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী। তাঁর প্রশ্ন,কেন কংগ্রেস বা বিজেপি শাসিত রাজ্যে এধরনের বদলি হচ্ছে না।

.