রায়নায় পিটিয়ে খুন এক কংগ্রেস নেতা
রায়নায় পিটিয়ে খুন করা হল এক কংগ্রেস নেতাকে। কংগ্রেস নেতার খুনে অভিযুক্ত তাঁরই ভাই। জানা গিয়েছে, পারিবারিক বিবাদের জেরে এই খুন হয়েছে। এমন কথা জানিয়েছে কংগ্রেসও। রায়নার পলাসন গ্রামের এই ঘটনায় উত্তেজনা ছড়ায় এলাকায়।
Updated By: Apr 22, 2016, 09:29 PM IST
ওয়েব ডেস্ক: রায়নায় পিটিয়ে খুন করা হল এক কংগ্রেস নেতাকে। কংগ্রেস নেতার খুনে অভিযুক্ত তাঁরই ভাই। জানা গিয়েছে, পারিবারিক বিবাদের জেরে এই খুন হয়েছে। এমন কথা জানিয়েছে কংগ্রেসও। রায়নার পলাসন গ্রামের এই ঘটনায় উত্তেজনা ছড়ায় এলাকায়।
নিহত কাশীনাথ গাঙ্গুলি কংগ্রেসের জেলা সাধারণ সম্পাদক ছিলেন। পারিবারিক সম্পত্তি নিয়ে বহুদিন ধরে তাঁর ঝামেলা চলছিল ভাইয়ের সঙ্গে। সেই বিবাদই সেটাই আজ মারাত্মক চেহারা নেয়। দুজনের মারপিটে গুরুতর জখম হন কংগ্রেস নেতা কাশীনাথ গাঙ্গুলি। ঘটনার সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিত্সকরা।