গ্রামবাসীদের মারে মৃত্যু চিতাবাঘের
আলিপুরদুয়ারের চাঁপাতলি গ্রামে একটি পুরুষ চিতাবাঘকে পিটিয়ে মারলেন গ্রামবাসীরা। জানা গেছে, গ্রামের মধ্যে ঢুকে পড়ার পর বেশ কয়েকজনের ওপর হামলা চালায় চিতাবাঘটি।
Updated By: Jan 17, 2017, 07:49 PM IST
![গ্রামবাসীদের মারে মৃত্যু চিতাবাঘের গ্রামবাসীদের মারে মৃত্যু চিতাবাঘের](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2017/01/17/76380-75899-leopardtrappedjal.jpg)
প্রতীকী ছবি
ওয়েব ডেস্ক : আলিপুরদুয়ারের চাঁপাতলি গ্রামে একটি পুরুষ চিতাবাঘকে পিটিয়ে মারলেন গ্রামবাসীরা। জানা গেছে, গ্রামের মধ্যে ঢুকে পড়ার পর বেশ কয়েকজনের ওপর হামলা চালায় চিতাবাঘটি।
হামলার জেরে গুরুতর আহত হন ছয় জন। এরপরেই চিতাবাঘকে ঘিরে ফেলে জনতা। চলে বেদম প্রহার । মারের চোটে মৃত্যু হয় চিতাবাঘটির।
আরও পড়ুন, "একমাত্র গরুই ঠিকঠাক মত শ্বাসক্রিয়া চালাতে পারে", মন্ত্রী উবাচ
'গায়ের জোরে জমি দখল', ভাঙড়ে ইন্ধন দিচ্ছে লালগড়-নন্দীগ্রাম আন্দোলনের সক্রিয় সংগঠন?