দলীয় পতাকা তোলা নিয়ে গণ্ডগোল, পঞ্চায়েত সমিতির সভাপতিকে মারধর

বছরের প্রথম দিন। কিন্তু কোথাও যেন শান্তি নেই। অটো টোটো লড়াই সোনারপুরে। আর এবার দলীয় পতাকা তোলা নিয়ে গণ্ডগোলের জেরে পঞ্চায়েত সমিতির সভাপতিকে বেধড়ক মারধর। মারধরের অভিযোগ  পঞ্চায়েত প্রধানের অনুগামীদের বিরুদ্ধে। উত্তর চব্বিশ পরগনার দত্তপুকুরে বছরের প্রথম দিনে তৃণমূলের অনুষ্ঠানে দলীয় পতাকা তোলেন বারাসত এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি হালিনা বিবি।

Updated By: Jan 1, 2017, 08:20 PM IST
দলীয় পতাকা তোলা নিয়ে গণ্ডগোল, পঞ্চায়েত সমিতির সভাপতিকে মারধর

ওয়েব ডেস্ক: বছরের প্রথম দিন। কিন্তু কোথাও যেন শান্তি নেই। অটো টোটো লড়াই সোনারপুরে। আর এবার দলীয় পতাকা তোলা নিয়ে গণ্ডগোলের জেরে পঞ্চায়েত সমিতির সভাপতিকে বেধড়ক মারধর। মারধরের অভিযোগ  পঞ্চায়েত প্রধানের অনুগামীদের বিরুদ্ধে। উত্তর চব্বিশ পরগনার দত্তপুকুরে বছরের প্রথম দিনে তৃণমূলের অনুষ্ঠানে দলীয় পতাকা তোলেন বারাসত এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি হালিনা বিবি।

আরও পড়ুন নতুন বছরের প্রথম দিনটা কেমন কাটল বাঙালির?

কিছুক্ষণ পরেই সেখানে পতাকা তুলতে আসেন পশ্চিম খিলকাপুরের পঞ্চায়েত প্রধান মনোয়ার আলি। এতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। মারধর করা হয় হালিনা বিবিকে। গুরুতর আহত অবস্থায় বারাসত হাসপাতালে ভর্তি হালিনা বিবি।

আরও পড়ুন  সোনারপুরে অটো-টোটো চালকদের সংঘর্ষ থামাতে লাঠি চালালো পুলিস

.