রেশন কার্ড নিয়ে চরম বিশৃঙ্খলা পাণ্ডুয়ায়
রেশন কার্ড গ্রাহকের সংখ্যা ৩৮ হাজার ২৬৩ জন। কিন্তু ডিজিটাল রেশন কার্ড এসেছে মাত্র সাঁইত্রিশ জনের। এনিয়ে চরম বিশৃঙ্খলার আশঙ্কা করছেন পাণ্ডুয়া গ্রাম পঞ্চায়েতেরঅধীন রেশন ডিলাররা।
![রেশন কার্ড নিয়ে চরম বিশৃঙ্খলা পাণ্ডুয়ায় রেশন কার্ড নিয়ে চরম বিশৃঙ্খলা পাণ্ডুয়ায়](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2015/07/14/40164-ration.jpg)
ব্যুরো: রেশন কার্ড গ্রাহকের সংখ্যা ৩৮ হাজার ২৬৩ জন। কিন্তু ডিজিটাল রেশন কার্ড এসেছে মাত্র সাঁইত্রিশ জনের। এনিয়ে চরম বিশৃঙ্খলার আশঙ্কা করছেন পাণ্ডুয়া গ্রাম পঞ্চায়েতেরঅধীন রেশন ডিলাররা।
প্রশাসনের শীর্ষস্তরে ইতিমধ্যেই বিষয়টি জানিয়েছেন তাঁরা। দুহাজার এগারোয় ক্ষমতায় আসার পরই রেশন ব্যবস্থায় দুর্নীতি রুখতে ডিজিটাল রেশনকার্ড তৈরির কথা ঘোষণা করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। সেইমত জেলার বিভিন্ন রেশন দোকানে গ্রাহকদের তথ্য সংগ্রহের কাজও শুরু হয়। কিন্তু ডিজিটাল রেশন কার্ড দেওয়ার ক্ষেত্রে পাণ্ডুয়া গ্রামপঞ্চায়েতের পরিসংখ্যান উদ্বেগ বাড়িয়েছে রেশন ডিলারদের। ওই গ্রামপঞ্চায়েতের অধীনে রয়েছেন ছজন রেশন ডিলার। মোট রেশনকার্ড গ্রাহকের সংখ্যা আটত্রিশ হাজার দুশো তেষট্টিজন। কিন্তু এখনও পর্যন্ত মাত্র সাঁইত্রিশজন গ্রাহকের ডিজিটাল রেশনকার্ড এসেছে।
সম্প্রতি চন্দননগরের রবীন্দ্রভবনে বৈঠক করে খাদ্যমন্ত্রী ঘোষণা করেন যেসমস্ত গ্রাহকের ডিজিটাল রেশন কার্ড এসেছে তাঁদের তা বিলি করতে হবে। কিন্তু এত কম সংখ্যক গ্রাহককে ডিজিটাল রেশন কার্ড বিলি করলে চরম অসন্তোষ তৈরি হবে ভেবে আতঙ্কিত ডিলাররা। বিষয়টি প্রশাসনিক মহলে জানিয়েছেন তাঁরা।
যাতে বেশিরভাগ গ্রাহকই ডিজিটাল রেশনকার্ড হাতে পান সেবিষয়টি দেখা হবে বলে অশ্বাস দিয়েছেন এলাকার বিধায়ক।
কেন এত কম সংখ্যক গ্রাহকের ডিজিটাল রেশনকার্ড এল তার সদুত্তর দিতে পারেননি কেউই।